বাংলারজমিন
চিলমারী বন্দরে আটকে আছে পণ্যবাহী গাড়ি, ফেরি পেতে দীর্ঘ অপেক্ষা, বাড়ছে ভোগান্তি
চিলমারী (কুড়িগ্রাম) থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারচিলমারী-রৌমারী রুটে ফেরি যুক্ত হওয়ায় বেড়েছে চাহিদা। ব্যাপক সারা ফেললেও ফেরির অপেক্ষায় দেখা দিয়েছে ভোগান্তি। এই রুটে একটি ফেরি যুক্ত থাকায় চিলমারী নদীবন্দর রমনা ঘাটে ফেরি পারের অপেক্ষায় দিন পার করছে পণ্যবাহী ট্রাক। উদ্বোধনের পরপরেই এই রুটে পণ্যবাহী গাড়ি ও যাত্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় একটি ফেরিতে চাহিদা পূরণ না হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে পণ্যবাহী গাড়িগুলো, বাড়ছে ভোগান্তি। নদী বন্দর রমনা ঘাট থেকে টোলর মোড় পর্যন্ত দীর্ঘ লাইনে ফেরির অপেক্ষায় পণ্যবাহী ট্রাক। এসব ট্রাক একদিন আগে অনেকে রাতে চিলমারী রমনা ঘাটে এসে পৌঁছলেও ফেরিতে পার হতে পারেনি। দীর্ঘ সময় ধরে ঘাটে আটকে থেকে চালক ও চালকের সহকারীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। গত কয়েকদিন ঘাট এলাকায় সরজমিন ঘুরে এসব চিত্র দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (গতকাল বিকাল ৩টা) পর্যন্ত ১৬টি পণ্যবাহী গাড়ি ছিল ফেরির অপেক্ষায়।
জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর ২০শে সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বর চিলমারী-রৌমারী রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। উদ্বোধনের পরেই ব্যাপক সারা ফেলে ফেরি কুঞ্জলতা। চাহিদা বেড়ে যায় পণ্যবাহী গাড়ির। চাহিদা বাড়লেও কর্তৃপক্ষ একটি ফেরিই এই রুটে চালু রাখায় ঘণ্টার পর ঘণ্টা, রাত পেরিয়ে দিন পার করতে হচ্ছে চালকদের। দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকতে হচ্ছে চালক ও শ্রমিকদের। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। টয়লেট, পানি ও খাবারের তেমন কোনো ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ ছাড়াও ট্রাকগুলো ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় একদিকে সৃষ্টি হচ্ছে যানজটের, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরাও। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, চাহিদা বাড়ার সঙ্গে আমরাও চাহিদা দিয়েছে, ইতিমধ্যে আরও একটি ফেরি চিলমারীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, দু’একদিনের মধ্যে ফেরি সুফিয়া কামাল পেঁৗঁছালে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।