বাংলারজমিন
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন হতাহত
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারযশোর শহরে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন হতাহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মশিয়ার রহমান (৪৮) নামের একজন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত রবি মোল্লা (৪২) নামের একজন নির্মাণ শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অপর নির্মাণ শ্রমিক শওকত (৩৫)কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় আলম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ওই ছাদের উপর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার গেছে। কাজ চলাকালীন সকাল সাড়ে ৯টার দিকে অসাবধানতাবশত লোহার রড বিদ্যুতের ওই সঞ্চালন লাইনের তারে লাগলে ঘটনাস্থলেই মশিয়ার রহমান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন রবি মোল্লা ও শওকত নামের আরও দুই শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত মশিয়ার রহমানের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।