ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘আমাদের চামড়া শক্ত রাখতে হয়, নিজেকে সেভাবেই গড়েছি’

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। উদ্বোধনী ম্যাচে ৫ই অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে সৈকতকে। এছাড়া প্রথম রাউন্ডে ৫টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ৪৪ বছর শরফুদ্দৌলা। আর বিশ্বকাপে অভিষেকের আগে শরফুদ্দৌলা বললেন, অযথা সমালোচনার কারণে আম্পায়ারদের চামড়া শক্ত রাখতে হয়। 
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শরফুদ্দৌলা বলেন,  ‘বেশির ভাগ সময়ই আমাদের অযথা সমালোচনা করা হয়। তাই আমাদের চামড়া শক্ত রাখতে হয়, নিজেকে সেভাবেই গড়েছি আমি। সবসময়ই শান্ত-শিষ্ট স্বভাব বজায় রেখেছি, জানতাম যে আমারও সময় আসবে।’

সবাই ক্রিকেটারদের নিয়ে মেতে থাকে, আম্পায়ারদের নিয়ে কেউ ভাবে না বলে মত শরফুদ্দৌলার। তিনি বলেন, ‘আমাদের ওপর প্রচুর চাপ থাকে। সবাই ক্রিকেটারদের নিয়ে ভাবে। কেউ আমাদের নিয়ে মাথা ঘামায় না। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের অযথাই সমালোচনা করা হয়ে। যদি সেটা না করে আমাদের পুরস্কৃত করা হয় যেটা প্রাপ্য, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেট ও একইভাবে ক্রিকেটারদের বদলে দেবে।’ 

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পারিংয়ের সুযোগ পাওয়ার অনুভূতিতে শরফুদ্দৌলা বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ আসরে এলিট ও ম্যাচ আম্পায়ারদের অংশ হতে পেরে সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি আমি। আমার মনে হয়, যখনই আপনি দেশের প্রতিনিধিত্ব করেন, সেটা সম্মান বয়ে আনে। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমারও একই অনুভূতি হচ্ছে।’

শরফুদ্দৌলা আশা করেন এরপর আরও অনেক বাংলাদেশি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ পাবে। তিনি বলেন,  ‘আশা করি এটাই শেষ নয়, তবে অনেক কিছুর শুরু বলা যায়। ২০০০ সাল থেকে আমরা টেস্ট ক্রিকেট খেলা শুরু করি। একটা ধারণা ছিল যে, আম্পায়ার আসবে দেশের বাইরে থেকে এবং আমরা তাদের সহযোগীর ভূমিকা পালন করব। সেটা বদলে গেছে। আমাদের এখন ভালো মানের আন্তর্জাতিক আম্পায়ার আছে। আশা করি, আরও অনেকেই আসবে এবং তারা শুধু বিশ্বকাপ নয়, অন্যান্য টুর্নামেন্টেও দায়িত্ব পালন করবে।’

আম্পায়ারিংয়ে আসার আগে পেশাদার ক্রিকেটার ছিলেন শরফুদ্দৌলা। তবে  পিঠের ইনজুরির কারণে ২০০১ সালে থেমে যায় ক্রিকেট ক্যারিয়ার। পরবর্তীতে বিসিবি ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে যোগ দিলেও ২০০৭ সালে সেই চাকরি ছেড়ে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এখন পর্যন্ত ৯ টেস্ট, ৫৪ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status