ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

লাকসামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে দেয়নি আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্রুপ, সংঘর্ষে আহত ৮

স্টাফ রিপোর্টার, লাকসাম থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

লাকসামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে দেয়নি আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্রুপ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের। প্রতিপক্ষরা মঞ্চ ভাঙচুর, ৮ জনকে কুপিয়ে গুরুতর আহত, মান্নানের বাসভবনে হামলা ও অবরুদ্ধ করে রাখে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌর এলাকার গাজীমুড়া আলীয়া মাদ্রাসার সামনে। জানা যায়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ আব্দুল মান্নান শেখ হাসিনার ৭৭৩ম জন্মদিন উপলক্ষে পৌর এলাকার গাজীমুড়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মঞ্চ নির্মাণ করেন। এর পূর্বে দৌলতগঞ্জ বাজারে মান্নানের অফিসে সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ-মাহফিলের পূর্বে মান্নান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবাইকে গাজীমুড়া আলীয়া মাদ্রাসার প্রাঙ্গণে শেখ হাসিনার জন্মদিনের কেককাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। জাহাঙ্গীরের অভিযোগ, মান্নান মাদ্রাসা থেকে পূর্ব অনুমতি নেয়নি। 

মান্নান দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে ঢুকতে যান। মাদ্রাসা গেটের তালা ভেঙে ঢুকতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের অনুসারী লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। দেশীয় অস্ত্র রাম-দা, লোহার পাইপ দিয়ে মান্নানের লোকজনের ওপর হামলা করে। রাম-দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৮ জনকে গুরুতর আহত করে। গুরুতর আহতরা হলেন, রাশেদ (২৮), ফারুক (২৫), নাহিদ (২২), শাহজাহান (২৬) ও মনির হোসেন (৩০)। আহত অবস্থায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। গাজীমুড়া মান্নানের নিজ বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। মান্নানের অভিযোগ, পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। তাদের সামনে অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরছে ও মহড়া দিচ্ছে। অস্ত্রধারীরা কামিল মাদ্রাসার ভেতরে অবস্থান করছে। একই সময় আওয়ামী লীগের প্রতিপক্ষরা দৌলতগঞ্জ বাজারে মান্নানের অফিস ও গেইট ভাঙচুর করে ও আসবাবপত্র তছনছ করে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের লোকজন মাদ্রাসা মাঠে অনুষ্ঠান করতে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নেয়নি। 

তাই তাদেরকে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে রুবেলসহ দুই তিনজন কর্মী আহত হয়েছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান জানান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার লোকজনদের উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা আমাদেরকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। তিনি আরও বলেন, পকেটে থাকা লাইসেন্সকৃত পিস্তল আমি বের করিনি। লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করার বিষয়টি আমার জানা ছিল না। তবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় মনির হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status