ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হককে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে দীর্ঘ দুই বছরের অধিক সময়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তার চরিত্র হননের ষড়যন্ত্র করা হয়েছে। দেশের মানুষ ক্ষমতাসীনদের এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ রয়েছেন। মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের জেলে রেখে দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচন হতে দেবে না। মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিন। অন্যথায় আলেম সমাজকে নিয়ে দেশের সর্বস্তরের মানুষ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। গত বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবিতে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময় তিনি ৭ই অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতি মাওলানা হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের যৌথ পরিচালনায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত জেলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী  রহমতুল্লাহ, সিলেট জেলা সাংগঠনিক সম্মাদক মুফতি অজিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী। 

বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মুফতি হাবিবুর রহমান শামীম, মাওলানা আব্দুল হাই, মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মওসুফ আহমদ, সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমীন, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, শেরপুর শাখার সভাপতি মাওলানা গিলমান আহমদ, যুব মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিসবাহ প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status