খেলা
সেমিফাইনাল খেলতে চায় নেদারল্যান্ডসও
স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবস্থান ১৪ নম্বরে। এখন পর্যন্ত ৪টি বিশ্বকাপে অংশ নিয়ে ২০ ম্যাচে জয় মাত্র ২টি। শেষ দুই আসরে খেলারই সুযোগ পায়নি। তবে পরিসংখ্যান বিপক্ষে থাকলেও শুধু অংশ নেওয়ার জন্য বিশ্বকাপ খেলতে চায় না নেদারল্যান্ডস। বরং বিশ্বকাপে ডাচদের লক্ষ্য সেমিফাইনাল খেলা বলে জানান নেদারল্যান্ডস কোচ রায়ান কুক।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্বে রানার্স আপ হয়ে ২০১১ সালের পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নেদারল্যান্ডস। বাছাইপর্বে ডাচরা ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের মতো আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলো অংশ নিয়েছিলো। বিশ্বকাপে বড় আশা নিয়ে খেলতে এসেছেন বলে জানান ডাচদের হেড কোচ রায়ান কুক। তিনি বলেন, ‘আমরা বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমরা কয়েকটা বড় ধরনের পারফরম্যান্স দেখাতে চাই, যেগুলো আমাদের জয় নিয়ে আসবে। সেমিফাইনালে যেতে যে ৫ থেকে ৬টা জয় লাগে, সেটা পেতে আমরা সর্বোচ্চটা দিয়েই খেলব।’ সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলেছি নেদারল্যান্ডস। সেবার গ্রুপ পর্বে ৬ ম্যাচে সবকটিতেই হেরেছিল তারা। গত আসর থেকে ১০ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ফলে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিটি দলই ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। যে কারণে সেমি ফাইনালে উঠতে ৫ থেকে ৬ ম্যাচে জিততেই হবে।
নেদারল্যান্ডস ওপেনার ম্যাক্স ও’ডাউড অবশ্য প্রতিটি ম্যাচই জিততে চান। তিনি বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া এবং খেলা উপভোগ করার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো মানে হয় না। আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচই যেন জিততে পারি। আশা করি, আমরা সেটা পারব।’
দুই আসর পর বিশ্ব আসরে ফিরে নেদারল্যান্ডসের এই দলটাকে নিজেদের ইতিহাসে সেরা বলছেন ম্যাক্স। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের পথচলা খুবই কঠিন হতে পারে। কারণ, বিশ্বের সেরা কয়েকটি দলই এখানে খেলতে নামবে। তবে আমাদের দলটিও কিন্তু আমাদের ইতিহাসের অন্যতম সেরা।’
বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। এর আগে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।