ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

মুরালিধরনের চোখে সেমিফাইনালিস্ট কারা?

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

বিশ্বকাপ শুরু হতে বাকি হাতে গোনা কয়েকদিন। তার আগে বৈশ্বিক আসরে অংশগ্রহণ করা দলগুলোর সম্ভাবনা নিয়ে চলছে বিশ্লেষণ। এবার আলোচনায় যোগ দিলেন কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান গ্রেট তিন দলকে নিশ্চিতভাবে সেমিফাইনালে দেখছেন।
বিশ্বকাপকে সামনে রেখে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুত্তিয়া মুরালিধরন। একইসঙ্গে কলকাতায় গিয়ে নিজের বায়োপিক ‘৮০০’-এর প্রমোশনের কাজটাও সেরে নিলেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট শিকার করা এই স্পিনার। শুক্রবার বায়োপিক প্রমোশন অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় এবারের বিশ্বকাপের সেরা চারে থাকবেন কারা? এমন প্রশ্নের জবাবে মুরালি বলেন, ‘ঘরের মাঠে যে দল খেলে, বিশ্বকাপে সে তো সুবিধা পাবেই। ভারতকে তাই রাখতেই হবে। ইংল্যান্ড এখন খুব ভালো খেলছে। ওরাও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ক্ষমতা রাখে। আর বিশ্বকাপে কখনও অস্ট্রেলিয়াকে বাদ দেয়া যায় না।’

নিজ দেশ শ্রীলঙ্কার মৃদু সম্ভাবনার কথাও বলেছেন মুত্তিয়া মুরালিধরন। তিনি বলেন, ‘এই তিন দলের সঙ্গে চতুর্থ দল কে হবে, সেটাই দেখার বিষয়। অনেক দলই ক্ষমতা রাখে। তবে শ্রীলঙ্কাকে সেমিফাইনালে উঠতে হলে অনেক পরিশ্রম করতে হবে।’
মুরালিধরনের বায়োপিক প্রমোশনের অনুষ্ঠানে ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভারতের সাবেক অধিনায়কের প্রশংসায় মুরালি বলেন, ‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে ভালো অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি দলে অনেক তরুণ খেলোয়াড় এনেছিলেন। ভারতীয় দলে তার অবদান অবিশ্বাস্য।’
নিজের বায়োপিক নিয়ে মুরালি বলেন, ‘শুরুতে এটা করতে রাজি হইনি আমি। যখন শুনলাম আমার ক্রিকেটীয় রেকর্ড বাদেও জীবনের নানা দিক এই সিনেমায় প্রদর্শিত হবে, তখনই রাজি হই। পরিচালককে একটা শর্ত দিই আমি, সিনেমায় বাড়তি কিছু যেন দেখানো না হয়।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status