শেষের পাতা
মধ্যরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের চার ইউনিটের কমিটি ঘোষণা, দুপুরে জেলা কমিটিই বিলুপ্ত
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারমঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অধীনে ৪ শাখার কমিটি ঘোষণা করা হয়। এই বিষয়টি জানাজানি হতেই পদ বঞ্চিতরা প্রতিবাদ করতে থাকেন। জেলা সভাপতি ও সেক্রেটারি পদবাণিজ্য করেছে বলে অভিযোগ আনেন তারা। এর জেরে দুপুরেই জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে জেলা ঘোষিত চার ইউনিটের কমিটিও বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগ পৃথক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ও আগের রাতে তাদের ঘোষিত ৪ শাখার কমিটি বিলুপ্ত বলে ঘোষণা দেয়া হয়।
জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন ও সেক্রেটারি আবু তাহের স্বাক্ষরিত প্যাডে এই শাখার অধীন বাঁশখালী উপজেলা, বাঁশখালী পৌর, আলাওল সরকারি কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি জানাজানি হতেই পদবঞ্চিতরা বিক্ষোভ করতে থাকে। জেলা সভাপতি ও সেক্রেটারি টাকার বিনিময়ে নিজেদের মতো করে কমিটি দিয়েছেন বলে দাবি করেন তারা। একই সঙ্গে অশিক্ষিত, বিবাহিত, অছাত্র ও শিবিরকর্মীদের পদ দেয়া হয়েছে বলে দাবি করা হয়। একপর্যায়ে কেন্দ্রীয় সংগঠন বিষয়টি জানার পর চারটি ইউনিটের ঘোষিত কমিটি বাতিল বলে ঘোষণা দেন। একই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতান্ত্রিক নিয়ম না মেনে এ কমিটি হওয়ায় দক্ষিণ জেলা ছাত্রলীগের এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটিগুলো হলো- বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, বাঁশখালী পৌর ছাত্রলীগ, আলাওল সরকারি কলেজ ছাত্রলীগ ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ।
নতুন ঘোষিত ৪ ইউনিটের কমিটি বাতিলের পর আরেক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।