ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

শান্তি সমাবেশে আওয়ামী লীগ

৩ মাস আমাদের অগ্নিপরীক্ষা

স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

বিএনপি ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দিলে তাদেরকেই ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বিকালে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র হাঁক-ডাক হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো। আজকে অনলাইনে দেখলাম বিএনপি নেতারা বলেছেন যে, ঢাকা ও নারায়ণগঞ্জ ঘেরাও করে সরকারের পতন ঘটানো হবে। আমরাও প্রস্তুত আছি, আমরা বিএনপিকে ঘেরাও করবো। তাদের এবার শিক্ষা দেবো। 

ফখরুল সাহেব বলছেন, ভিসা নীতির কারণে তাদের আন্দোলন নাকি বেগবান হয়েছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছেন যে, ভিসা নীতির আওতায় বিরোধী দলের নেতারাও আছেন। তিনি বলেন, দিল্লি ও জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সেলফিই প্রমাণ করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতোটা ভালো। আমরা যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে মাথা ঘামাই না। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো। সুতরাং এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটা তাদের নীতি, তারা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না সেটি তাদের ব্যাপার। নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়ে কিছু করতে পারেনি। এমনকি তাদের সরকারেরও পতন ঘটাতে পারেনি। সুতরাং আমাদের চিন্তার কিছু নেই। 

বিএনপি’র সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর তারা বলেছিল যে, এই সরকার নাকি তিন মাসও টিকবে না। অথচ এই সরকারের আমলেই তাদের নেতা খালেদা জিয়ার দুর্নীতির বিচার হয়েছে। তিনি সাজাও ভোগ করছেন। তাই নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না। আওয়ামী লীগ রাজপথের দল এবং লড়াই সংগ্রামের দল। শেখ হাসিনা এ দেশের মানুষের মর্যাদা বাড়িয়েছেন। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপিকে বলবো আপনারা নির্বাচনে আসুন। যদি নির্বাচনে না আসেন তবুও আপনাদের নেতারা নির্বাচনে আসবে। এমনকি নির্বাচনের আগেই আপনাদের অনেক নেতা দল বদল করে ফেলেছে। 

সুতরাং ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের রাজপথে থাকতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। সমাবেশে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আবারো যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেন, আগুন সন্ত্রাস করেন- বাংলাদেশে আপনাদের থাকতে দেয়া হবে না। এ কথা আজ পরিষ্কার বলতে চাই। তিনি বলেন, খালি বলেন রোজার পর খতম, ঈদের পর খতম। 

পূজার পর আওয়ামী লীগ শেষ, ১০ই ডিসেম্বরের পর খালেদা জিয়ার সরকার হবে। কোনো কিছুতে কাজ হয়নি। ফাঁকা আওয়াজ দিয়ে আওয়ামী লীগের মতো বটগাছ হটাতে পারবেন না। গতকাল মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, তারা (বিএনপি) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে। ৭২ ঘণ্টা হয়ে গেল তাদের কোনো খবর নেই। পরে আবার বলেছে জেল ভেঙে নাকি খালেদা জিয়াকে বের করবেন। আগে আসেন না জেলখানার কাছে। মুরোদ থাকলে আসেন, সেদিনই আওয়ামী লীগ প্রমাণ করে দেবে কী করতে পারে। ফাঁকা আওয়াজ দিয়েন না। 

আমরা আপনাদের গত ১৫ বছর দেখছি, এর আগেও দেখছি। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সংবিধান মোতাবেক শেখ হাসিনার অধীনেই হবে। কেউ ঠেকাতে পারবেন না। গ্রামগঞ্জে নির্বাচনের ডামাডোল বেজে গেছে। খালি মিছিল আর মিছিল গ্রামে গ্রামে। খালি জিগায় নির্বাচন কখন হবে? আর আপনারা নির্বাচন ভণ্ডুল করতে চান! সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। ভালো হয়ে যান। আবারো যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেন, আগুন সন্ত্রাস করেন- বাংলাদেশে আপনাদের থাকতে দেয়া হবে না। 

এ কথা আজ পরিষ্কার বলতে চাই। নেতাকর্মীদের মায়া বলেন, এই তিন মাস আমাদের অগ্নিপরীক্ষা। ওরা আগুন সন্ত্রাস করবে, নানান ষড়যন্ত্রের মধ্যদিয়ে সরকার হটাতে চাইবে। আমাদের সজাগ থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে, তাদের মোকাবিলা করার জন্য। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status