ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চান্দিনায় মা সমাবেশ অনুষ্ঠিত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:৩৫ পূর্বাহ্ন

mzamin

শতভাগ ভর্তি,ঝড়েপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এতে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি রাবেয়া সুলতানা সীমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রান গোপাল দত্ত এমপি।

এসময় তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে।মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে।

এসময় তিনি আরও বলেন,  শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান।

সমাবেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন,চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপন শীল,উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান,চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন খান,মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল,ম্যানেজিং কমিটির সদস্য শামসুল হক, অভিভাবক ফারজানা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া,মাধাইয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আল-আমিন মেম্বার,বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সাহা,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন সোহাগ, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগসহ আরো অনেকে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status