খেলা
'মাশরাফি দল সিলেক্ট না, সভাপতির সাথে কথা বলতে আসছে'
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৯ অপরাহ্ন

সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব ইস্যুতে গতরাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। এর মধ্যে আজ বিসিবিতে আসেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গুঞ্জন ছিল, সাকিব-তামিমের দ্বন্দ্ব মেটাতেই তাকে ডেকে নিয়ে এসেছে বিসিবি। তবে বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে অস্বীকার করেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।
নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘মাশরাফি দল সিলেক্ট না, সভাপতির সাথে কথা বলতে আসছে। এইটা আমরা জানিও না। সিরিজ চললে এমনিই ক্রিকেটাররা আসে।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকের পর বিকেল সাড়ে তিনটার দিকে বিসিবি থেকে বেরিয়ে যান মাশরাফি। তবে সেটা শুধু সভাপতি সঙ্গে অন্য বিষয়ে বৈঠক বলে পরিস্কার করেছে বিসিবির নির্বাচক প্যানেল।