খেলা
ইউএস ওপেন ফাইনালে খেলবেন তো মেসি!
স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। পেশীর চোটের কারণে ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। মেসিবিহীন মায়ামিও পায়নি জয়। এবার ইউএস ওপেন কাপ ফাইনালে হোস্টন ডাইনামোর মোকাবিলায় নামছে ‘পিংক লেড’রা। কাল ভোর সাড়ে ৬টায় মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চোট সারিয়ে মেসি শিরোপার লড়াইয়ে মায়ামির সঙ্গী হতে পারবেন কিনা নিশ্চিত নয়। গত ২১শে সেপ্টেম্বর মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ম্যাচের ৩৭তম মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। পরে জানা যায়, পায়ের পেশীতে টান পড়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। সেই ম্যাচে ৪-০ গোলের জয় পেলেও পরের ম্যাচে মেসিকে ছাড়া অরল্যান্ডো সিটির কাছে পয়েন্ট হারায় ইন্টার মায়ামি। বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, মেসি কি ইউএস ওপেনের ফাইনাল খেলতে পারবেন? ইন্টার মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনোর কথায় সেই সম্ভাবনা দেখা গেলো না। আর্জেন্টাইন ম্যানেজার বলেন, ‘সত্যি কথা হলো, লিও এখনো পুরনো স্কার টিস্যুর চোটে ভুগছে। জর্ডিও (আলবা) পেশীর ইনজুরিতে পড়েছে।’ টরন্টো এফসির বিপক্ষে মেসির চোটে পড়ার দিন ইনজুরড হন মায়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবাও।
লীগস কাপ, ইউএস ওপেন কাপ এবং এমএলএস- তিন প্রতিযোগিতায় নিজেদের শেষ ১৫ ম্যাচে ১৩ জয় পেয়েছে ইন্টার মায়ামি। বাকি দু’টি ড্র। ম্যাচ দুটোতেই ছিলেন না লিওনেল মেসি। এবার ইউএস ওপেন কাপের ফাইনালে আর্জেন্টাইন সুপারস্টারের অনুপস্থিতি ফের ভোগাতে পারে ইন্টার মায়ামিকে। ইন্টার মায়ামির জার্সিতে সবমিলিয়ে ১২ ম্যাচ খেলে ১১ গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি গোল। মেসির নৈপুণ্যে ইতোমধ্যে নিজেদের প্রথম শিরোপা লীগস কাপ জিতেছে ইন্টার মায়ামি।