ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তানের কাছে হেরে প্রস্তুতি ম্যাচের আক্ষেপ জিমি আশরাফুলদের

সামন হোসেন হাংজু (চীন) থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
mzamin

সারা বছরই কোনো না কোনো আলোচনায় থাকে বাংলাদেশের হকি। বেশির ভাগ আলোচনা হয় ক্ষমতার দখলকে কেন্দ্র করে। যার প্রভাব পড়ে মাঠের খেলাতে। হাংজু এশিয়ান গেমসে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যথারীতি দুটি ম্যাচেই হেরেছে জিমি-আশরাফুলরা। তবে জাপানের পর গতকাল পাকিস্তানের কাছে ৫-২ গোলের হার আক্ষেপের জন্ম দিয়েছে। ম্যাচ শেষে আক্ষেপ করতে দেখা গেছে খেলোয়াড়দেরও।

গুয়াংশু কানাল পার্ক স্পোর্টস স্টেডিয়ামে গতকাল পুল ‘এ’ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম কোয়ার্টারে লিড পায় বাংলাদেশ। রাসেল মাহমুদ জিমির নেয়া পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করেন পুস্কর খিশা মিমো। জাপানের বিপক্ষে ৭-২ গোলে হারা ম্যাচেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড। দ্বিতীয় কোয়ার্টারেও পাকিস্তানের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে লড়াই করে বাংলাদেশ দল। এই কোয়ার্টারের একবারের অন্তিম মুহূর্তে গোল করে খেলায় সমতায় ফেরে পাকিস্তান। গোলটায় যতোটা কৃতিত্ব পাকিস্তানের তার চেয়ে বেশি দায় বাংলাদেশের ডিফেন্ডারদের। ম্যাচ শেষে সেটা স্বীকারও করেছেন বাংলাদেশ অধিনায়ক রোমান সরকার। তার মতে প্র্যাকটিস ম্যাচের ঘাটতির কারণে ম্যাচে এসব ভুল হয়েছে। 

পরের দুই কোয়ার্টারে আরো চার গোল হজম করার বিপরীতে দিতে পেরেছে মাত্র এক গোল। গোলটি করেছেন মোহাম্মদ মিলন। বড় ব্যবধানে হারলেও এই ম্যাচে বাংলাদেশ খারাপ খেলেনি বলে দাবি করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। জাতীয় দলের এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের প্লেয়াররা খুব ভালো একটা ম্যাচ খেলেছে। সেই হিসেবে আমি মনে করি আমাদের ভাগ্য খারাপ। আমরা যদি আরেকটু ভালো খেলতে পারতাম এবং লিডটা ধরে রাখতে পারতাম, তাহলে ভালো একটা কিছু হতে পারত।’ 

আশরাফুল দাবি করেন গতকাল পাকিস্তানের বিপক্ষে এযাবৎ কালের সেরা হকি খেলেছে বাংলাদেশ। কিন্তু প্র্যাকটিস ম্যাচের ঘাটতির কারণে ছোট ছোট ভুলে ম্যাচটি হাতছাড়া হয়েছে। আাগামীকাল গেমসে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগের দুই ম্যাচের হতাশা বাদ দিয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হতে চান আশরাফুল। ওই ম্যাচের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে হারলেও এই ম্যাচে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। তা সিঙ্গাপুর ম্যাচে কাজে লাগবে। রুমে গিয়ে সিঙ্গাপুরের ম্যাচগুলোর ভিডিও দেখব, কীভাবে খেলতে হবে।’ ম্যাচের গোলদাতা পুস্কর খিশা মিমো বলেন, ‘আমরা শুনেছি পাকিস্তান এশিয়ান গেমসকে সামনে রেখে ২০-২২ টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে আমরা একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি। আমি বলবো, শুধু প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় পেয়েছে ওরা।’ 

কোরিয়ান কোচ কিম ইউং কিনের অধীনে এশিয়ান গেমসে সামনে রেখে প্রায় তিন মাস প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। কোচের চাহিদা ছিলো গেমসের আগে বিদেশি ভালো কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর কোন্দলে ফেডারেশন কর্মকর্তারা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে ব্যর্থ হন। যদিও দলের ম্যানেজার মাহবুবুল আলম রানার দাবি পাকিস্তান, মালয়েশিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আমরা প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করেছি। কিন্তু তাদের সিডিউল মেলেনি। তাই প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা যায়নি।’ তবে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বাংলাদেশের রেজাল্ট ভিন্ন হতে পারতো বলে দাবি করেন তিনি। টানা দুই ম্যাচ হেরে এশিয়ান গেমসের পদকের লড়াই থেকে অনেকটা ছিটকে গেল বাংলাদেশ।  

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status