খেলা
সাঈদকে দেখতে হাসপাতালে বিওএ’র মহাসচিব
স্পোর্টস রিপোর্টার হাংজু (চীন) থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে হাংজু এশিয়ান গেমসে এসেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ। রোববার বাংলাদেশ-জাপান ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন তিনি। ওইদিন রাতে বুকে ব্যাথা অনুভব করলে ডাক্তারের শরণাপন্ন হন সাঈদ। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, হার্টে ব্লক আছে। চিকিৎসকরা রিং পরানোর সিদ্ধান্ত নেন। সোমবার সকালে হাংজুর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় তার। সেখানেই চিকিৎসাধীন আছেন সাঈদ।
কাল হাংজুর ওই হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশের সেফ দ্যা মিশন একে সরকার। সাঈদের শারীরিক অবস্থা জানিয়ে ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার বলেন, ‘এখন তিনি (সাঈদ) স্বাভাবিক অবস্থায় হাসপাতালে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সব কিছু আন্তরিকতার সঙ্গে করছে। গেমসের অ্যাক্রিডিটেধারীরা বীমার আওতায় তাই এখানে আমাদের আর্থিক কোনো ব্যয় হয়নি। আশা করি কাল তিনি হোটেলে ফিরতে পারবেন।’