খেলা
বক্সিংয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে সেলিম হোসেন
স্পোর্টস রিপোর্টার হাংজু (চীন) থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারএকের পর এক ভেন্যুতে ছুটছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)- এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, প্রায় প্রতিটি ভেন্যুতে তার সঙ্গী হচ্ছেন হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের সেফ দ্যা মিশন একে সরকার। কাল সন্ধ্যভয় গুয়াংশু কানাল পার্ক স্পোর্টস স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান হকি ম্যাচ শেষে গোমরা মুখে দেখা মিললো তাদের। কোনো ইভেন্টে ভালো না করায় হতাশ বিওএ’র এই দুই কর্মকর্তা। তবুও তারা ছুটে গেলেন হাংজু জিমনেসিয়ামে। সেখানে তাদের উপস্থিতিতেই শ্রীলঙ্কান বক্সার রুকমাল প্রসন্নকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বক্সার সেলিম হোসেন। অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণীর প্রিলিমিনারি রাউন্ডের খেলায় পাঁচ জাজের মধ্যে তিনজনের ফল সেলিমের পক্ষে যায়। বাকি দু’জন শ্রীলঙ্কান বক্সারের পক্ষে। ফলে ৩-২ ব্যবধানে জয় পান সেলিম। আগামী ৩০শে সেপ্টেম্বর প্রি-কোয়ার্টার ফাইনালে সেলিমের প্রতিপক্ষ লাওস অথবা তাজিকিস্তান। এদিকে গতকাল বাংলাদেশের শুরুটা হয়েছে ফেন্সিংয়ে হতাশার মধ্যদিয়ে। গেমসের চতুর্থ দিন ফেন্সিং-এর ব্যক্তিগত ইভেন্ট থেকে বিদায় নেন ফাতেমা মুজিব ও রোকসানা খাতুন। পুল থ্রি তে ছিলেন ফাতেমা। প্রথম ম্যাচে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী শ্রীনুলান্ধ বান্ধুতার বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যান ৫-৪ পয়েন্টে। বাকি চার ম্যাচেও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং ও চীনের প্রতিপক্ষের কছে হারেন এস এ গেমসে স্বর্ণজয়ী এ ফেন্সার। অন্যদিকে পুল ফোরে ছিলেন রোকসানা খাতুন। তিনিও পাঁচ ম্যাচ হেরে বিদায় নিয়েছেন ব্যক্তিগত ইভেন্ট থেকে। তার সেরা লড়াই ছিলো সৌদি আরবের আলহাম্মাদ আল হাসনার বিপক্ষে ৫-৪ পয়েন্টের হার। শুটিংয়ে ব্যর্থতা চলমান আছে। গতকাল দশ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ২১ দেশের মধ্যে নবম হয়েছে বাংলাদশে। স্কোর করেছে ৬২৫.৮। রবিউল ইসলাম ৩১১.৫ ও শায়রা আরেফিন ৩১৪.৩ স্কোর করেন। ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে সেরা ছয় দল চূড়ান্ত পর্বে ওঠে। ষষ্ঠ হওয়া ভারতীয় দলের স্কোর ছিলো ৬২৮.২। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। রৌপ্য উজবেকিস্তান, ব্রোঞ্জ কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়ার।
বক্সিং রিংয়ে প্রবাসী জিনাতের পরীক্ষা আজ
গত জুলাইয়ে বাংলাদেশে আসা আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের পারফর্যামেন্স মুগ্ধ হন অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা। যে কারণে এশিয়াডে তাকে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। সেই আবেদনে নিবন্ধিত হয় বক্সার জিনাতের নাম। যাকে নিয়ে মাঠের বাইরে এত লড়াই করেছে অলিম্পিক এসোসিয়েশন সেই জিনাত ফেরদৌস আজ হাংজুর বক্সিং রিংয়ে নামছেন। প্রথম রাউন্ডে বাই পাওয়ায় সরাসরি দ্বিতীয় রাউন্ডে জিনাতের প্রতিপক্ষ এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি। বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেলেও জিনাতের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে পারছেন না কেউই। তারা শুধু এটুকুই জানেন যে বাংলাদেশের যে মেয়ে বক্সার তার চেয়ে রেজাল্ট ভালো জিনাতের। আর বাংলাদেশি বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া জিনাতও এই এশিয়াডে স্বপ্ন দেখাচ্ছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলা, সেটা পূরণ হয়েছে। এখন আমি এশিয়ান গেমসে পদক জিততে চাই। আমার স্বার্থ সম্পর্কে জানি আমি।’ এই এশিয়ান গেমসের জন্য কোচ কলিন মরগানকে নিয়ে চারদিন আগে চীনের হাংজুতে আসেন জিনাত। গেমস ভিলেজের রিংয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা কঠোর অনুশীলন করছেন তিনি। আজ রিংয়ে তার আসল পরীক্ষা তার।