বাংলারজমিন
রাজারহাট উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
রাজারহাট উপজেলার মাসিক আইনশৃঙ্খলার সভা ইউএনও কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মণ্ডল সাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান মণ্ডল, সমবায় অফিসার মো. শাহআলম, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার, প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন, নিত্যপণ্যের বাজার মনিটরিং, আগামী ৭ই অক্টোবর রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন, উপজেলা সদর বাজারের যানজট নিরসন, বাল্যবিবাহ রোধ ও জুয়া-মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব সমস্যা নিরসনে নবাগত ইউএনও কাবেরী রায় সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।