বাংলারজমিন
তাড়াইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারকিশোরগঞ্জের তাড়াইলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম রাব্বি মিয়া (৩২)। গতকাল কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ধর্ষণের শিকার গৃহবধূ (২৪) বাদী হয়ে রাব্বি মিয়ার বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে আগামী পহেলা নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত রাব্বি মিয়া তাড়াইল উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। মামলার অভিযোগে বলা হয়, গৃহবধূর বড় ভাইয়ের সঙ্গে পরিচয়ের সুবাদে গৃহবধূর পিতার বাড়িতে যেতো রাব্বি মিয়া। তখন গৃহবধূর সঙ্গে গায়ে পড়ে সে কথাবার্তা বলতো এবং আকারে ইঙ্গিতে প্রেম নিবেদন করে। কিন্তু গৃহবধূ এতে সাড়া না দিলেও রাব্বি মিয়া নানাভাবে তাকে প্রেম নিবেদন অব্যাহত রাখে। এ রকম পরিস্থিতিতে গত ২১শে সেপ্টেম্বর বিকালে রাব্বি মিয়া গৃহবধূকে মোবাইল ফোনে তার চেঙ্গুরিয়া গ্রামে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর রাব্বি মিয়া গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখায় ও স্ত্রীর মর্যাদা দেয়ার কথা বলে। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ইদ্রিছ আলীর পরিত্যক্ত বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাব্বি মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।