বাংলারজমিন
কেন্দুুয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫
কেন্দুুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারনেত্রকোনার কেন্দুুয়ায় গভীর রাতে জুয়া খেলার আসর ভেঙে দিয়ে ইউপি সদস্য মো. আব্দুল্লাহসহ ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গত সোমবার রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাসকা ইউপি’র দুলাইন গ্রামের ঈদগাহ মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মাসকা ইউপি’র দুলাইন গ্রামের বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল্লাহ (৩৮), একই গ্রামের মঞ্জু রহমানের ছেলে মঈনুল (৩৫), কীর্তনখোলা গ্রামের আব্দুল মন্নাফের ছেলে বাবুল হক (৫১), আইথর গ্রামের লালমিয়ার ছেলে খায়রুল (৪২) ও দুঃখেয়ারগাতি গ্রামের আক্তার হোসেনের ছেলে জানু মিয়া (৪০)। সূত্র জানায়, ঈদগাহ মাঠে জুয়ার আসর বসানোর খবর পেয়ে কেন্দুুয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে থানার এসআই মোজাহিদুল ইসলাম। মামলা রুজুর পর তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই নেত্রকোনা আদালতে সোপর্দ করে পুলিশ। এ ছাড়াও গত সোমবার রাতে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে কেন্দুুয়া থানার ওসি এনামুল হক বলেন, ৫ জুয়াড়িসহ নিয়মিত মামলার আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছি জুয়াড়িদের মাঝে একজন ইউপি সদস্য রয়েছেন। জুয়াড়িদের গ্রেপ্তারের সময় নগদ টাকা, মোমবাতি ও তাসসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জুয়াড়িসহ সকল আসামিদের আদালতে সোপর্দ করার কথাও জানান তিনি।