বাংলারজমিন
রূপগঞ্জে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবি
দলিল লেখকদের তৃতীয়দিনের মতো কর্মবিরতি পালন
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার (পূর্ব) মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম আর ঘুষ বাণিজ্যর প্রতিবাদে তাকে অপসারণের দাবিতে তৃতীয়দিনের মতো কর্মবিরতি পালন করেছে দলিল লেখকরা। গত রোববার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে তারা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচির কারণে প্রতিদিন অন্তত ১ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
রূপগঞ্জ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির লোকজন জানান, রূপগঞ্জ (পূর্ব) সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্যাহ গত ১৩ই সেপ্টেম্বর এখানে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি দলিল লেখকদের সঙ্গে অসদাচরণ, দলিল সস্পাদন করতে অতিরিক্ত ফি দাবিসহ আলাদাভাবে প্রতিটি লেখকের কাছে ঘুষ দাবি করেন। সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ আর লেখকদের সনদ বাতিলেরও তিনি হুমকি দিচ্ছেন বলে অভিযোগ দলিল লেখকদের। এসব অনিয়মে অতিষ্ঠ হয়ে রোববার থেকে কর্মবিরতিসহ আন্দোলন শুরু করেন দলিল লেখকগণ। সাব- রেজিস্ট্রারের অন্যত্র বদলি অথবা অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলামান থাকবে বলেও জানান তারা। এদিকে জমি রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জমি ক্রেতা ও মালিকেরা। পাশাপাশি এই অফিসের অধীনে প্রতিদিন সম্পাদন হওয়া শতাধিক দলিল থেকে অন্তত কোটি টাকার রাজস্ব আয় হয় বলে জানা গেছে।