বাংলারজমিন
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত, জিএম কাদেরের বিরুদ্ধে সমন জারি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারসম্প্রতি ঘোষিত মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটির কার্যক্রম স্থগিত ও চেয়ারম্যান জিএম কাদেরসহ দু’জনকে সমন জারি করেছে আদালত। গতকাল সদর সাব-জজ মনিরুজ্জামান তালুকদার এ রায় দেন। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে কারণ না দর্শানো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় জেলা জাপার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছে আদালত। গতকাল বিকালে আদালতের রায়ের কপি হাতে পেয়েছেন বাদী জেলা জাপার সাবেক সহ-সভাপতি মো. আওলাদ হোসেন। বাদী পক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. জাকারিয়া মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত ১৮ই জুন শহরের বাগমামুদালী পাড়া এলাকার প্রধান সড়কে জেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনের দু’মাস পর ১৭ই আগস্ট জাপা চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষরে আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিকউল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। মামলা সূত্রে জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে এ কমিটির গঠন ও সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়ে গত ১৯শে সেপ্টেম্বর মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেন জেলা জাপার সাবেক সহ-সভাপতি মো. আওলাদ হোসন। বিষয়টি আমলে নিয়ে গত রোববার শুনানি করেন আদালতের বিচারক। পরে আদেশ ঘোষণা করেন তিনি। এ বিষয়ে মামলার বাদী মো. আওলাদ হোসেন বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে ত্যাগী নেতাদের বাদ দিয়ে পাশের জেলার মানুষকে সভাপতি করা হয়েছে। যা আমাদের চরম অবমাননা হয়েছে।
এর প্রেক্ষিতেই মামলা দায়ের করেছি। আদালত ন্যায়বিচার করেছে মুন্সীগঞ্জ জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে।