বাংলারজমিন
মনু নদীতে আজ নৌকা বাইচ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারমৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আজ দুপুর ১টার দিকে মনু নদীতে অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইচ। বাইচের আয়োজনকে স্বাগত জানিয়ে তা উপভোগ করতে ইতিমধ্যে অনেকেই দূরদূরান্ত থেকে শহরের আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে আসছেন। মনু নদীর দু’পাড়ের বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ বইছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে মৌলভীবাজার ছাড়াও বিভিন্ন এলাকা থেকে নানা আকর্ষণীয় নামের দৃষ্টিনন্দন নৌকা প্রতিযোগিতার স্থানে এসে পৌঁছেছে। মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. জালাল আহমদ মানবজমিনকে জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার এ জেলার অন্যতম নদী মনু নদীতে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ বাইচের প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, ২য় পুরস্কার একটি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার ১টি টেলিভিশন। শহরের মনু নদীর চাঁদনীঘাট ব্রিজ এলাকা থেকে নৌকা বাইচ শুরু হয়ে শেষ হবে বড়হাট বলিয়ারভাগ খেয়াঘাট এলাকায়। তিনি জানান, বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের ভিড় জমবে। এ বছর মনু নদীর শান্তিবাগ এলাকায় নদীর পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করায় দর্শকদের সুবিধা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের এমপি নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ। পৌর মেয়র মো. ফজলুর রহমান মানবজমিনকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা পৌরসভার উদ্যোগে আবারো শুরু হয়েছে। এখন থেকে আমরা প্রতি বছরই এ ধারা অব্যাহত রাখবো। তিনি বলেন নদী দূষণমুক্ত রাখতে ও নদী রক্ষায় এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। নতুন প্রজন্ম ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখে অনুপ্রাণিত হয়ে নদী রক্ষায় তারা আরও সচেতনতায় উদ্যোগী হবে।
তিনি নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগের জন্য পৌর শহরের বাসিন্দা সহ জেলাবাসীকে আমন্ত্রণ জানান।