বাংলারজমিন
সীতাকুণ্ডে বন্ধ করে দেয়া দোকান খুলে দিলো পুলিশ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারসীতাকুণ্ড সদরের কলেজ রোড এলাকায় বেলাল পোল্ট্রির মালিক ও পৌরসদর বাজারের ব্যবসায়ী কমিটির সদস্য বেলাল হোসেনের বিরুদ্ধে আলতাফ নামে এক ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দোকানদার আলতাফ হোসেন প্রতিকার চেয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ করার পর তার দোকান পুলিশ খুলে দিয়েছে। জানা যায়, সীতাকুণ্ড পৌরসদর কলেজ রোডস্থ রেলগেট এলাকায় বাজার ব্যবসায়ী কমিটির সদস্য বেলাল পোল্ট্রি ও গ্যাস সিলিন্ডার দোকানের মালিক বেলাল হোসেনের দোকানে দীর্ঘদিন ধরে আলতাফ হোসেন কর্মরত ছিলেন। সম্প্রতি আলতাফ নিজের পায়ে দাঁড়াতে চাকরি ছেড়ে বাবার গরু বিক্রির ১ লাখ টাকা মূলধন নিয়ে একটি দোকান দিয়ে নিজের ব্যবসা শুরু করেন। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না বাজার কমিটির নেতা বেলাল হোসেন। গত ১ মাস পূর্বে আলতাফ দোকান চালু করলে বেলাল ক্ষমতার অপব্যবহার করে দোকানটি বন্ধ করে দেয়। এ ঘটনায় অনেকটা নিরুপায় হয়ে আলতাফ হোসেন পোল্ট্রি ও গ্যাস সিলিন্ডার দোকানের মালিক বেলালের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এএসআই জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ী নেতা বেলাল হোসেন যেটা করেছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে। আলতাফ তার বাবার গরু বিক্রির টাকা দিয়ে একটা দোকান দিলো আর দোকানটা বন্ধ করে দিয়েছিল বেলাল। গত সোমবার সকাল ১০টায় ও দুপুর ১ টায় দু’দফা ঘটনাস্থলে গিয়ে আলতাফের দোকান খুলে দিয়ে কিছু সময় দোকানেও বসেছিলেন এবং তিনি বেলাল হোসেনকে বলে এসেছেন আবারও আলতাফের দোকান বন্ধ করার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত বেলাল বলেন, আমার দোকানে সে চাকরিরত অবস্থায় বেচাকেনার হিসাব সঠিকভাবে না দিতে পারায় আমি তার দোকান বন্ধ করে দিয়েছিলাম এবং থানায় আমি তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম।