ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

এবার জেলেই বিশেষ পরিষেবা পাবেন ইমরান খান

মানবজমিন ডিজিটাল

(১১ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৫ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান উন্নতমানের সুবিধা চেয়ে অ্যাটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। অবশেষে সেই আবেদন মঞ্জুর হলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক ডিস্ট্রিক্ট কারাগার থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট আদিয়ালা জেল সুপারকে ইমরান খানকে রিসিভ করতে বললেও তাকে অ্যাটক জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন অ্যাটক কারাগার থেকে আদিয়ালা কারাগারের একটি উন্নতমানের সুবিধায় স্থানান্তর চেয়ে একটি আবেদন করেছিলেন। 

ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি ফারুক ইমরান খানের বদলির আবেদনের উপর রায় সংরক্ষিত রেখেছেন, দাবি করেছেন যে তিনি এটির উপর "একটি উপযুক্ত আদেশ জারি করবেন"। কিন্তু শুনানির সময় বিচারক বলেন, “পিটিআই চেয়ারম্যানকে আদিয়ালা জেলে স্থানান্তর করুন”। ইমরান খানের আইনজীবী বলেছেন যে তারা খান সাহেবকে অ্যাটক জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তরের মাধ্যমে ন্যায়বিচার পেলেন। তিনি বিচারপতি ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ককরেছেন। 

জানা গিয়েছে, অ্যাটক জেলে সাধারণ কয়েদিদের সঙ্গেই ছিলেন ইমরান খান। সেখানে তাকে বিষ দিয়ে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি। এরপরই এই আশঙ্কা নিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই কর্তৃপক্ষ। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার ইমরানকে আদিয়ালা জেলে স্থানান্তরের নির্দেশ দেয় আদালত। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গঠিত বিশেষ আদালত নিখোঁজ সাইফারের মামলায় ইমরান খানের গ্রেপ্তার-পরবর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। অন্যদিকে অবৈধ বিয়ের মামলায় নতুন করে উদ্বেগে পড়েছেন কাপ্তান। তাকে সমন পাঠিয়েছে ইসলামাবাদ আদালত। শরিয়তের নিয়ম না মেনে তিনি বুশরা বিবিকে বিয়ে করেছিলেন বলে অভিযোগ।

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status