বাংলারজমিন
সীতাকুণ্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ১২ শিক্ষার্থী আহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারসীতাকুণ্ড থানাধীন ৭নং কুমিরা ইউপিস্থ গুল আহমদ জুট মিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত আহমদীয়া জামে মসজিদে নূরানী মাদ্রাসা ও এতিম খানার ভিতরে নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল বিকাল সাড়ে ৪টার সময় একটি ট্রাক ঢুকে পড়ে। এতে ১২ জন মাদ্রাসাছাত্র সহ ট্রাকের হেলপার আহত হয় এবং মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। আহতরা মাদ্রাসাছাত্ররা হলো- মো. নাইম (১৭), মেহেদী হাসান (১২), আব্দুল্লাহ (৮), আল আমীন (১০), মাজেদ আলম (১২), নাইম (১১), ওমর ফারুক (১১), নাজিম (১২), সাইফুল হোসেন (১২), জাহিদুল ইসলাম (১১)সহ ১২ শিক্ষার্থী। পরে মাদ্রাসার ছাত্রদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করেন। বিষয়টি স্বীকার করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন বলেন ট্রাকটি আটক করা হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]