বাংলারজমিন
মৌলভীবাজারে মনু নদীর পাড়ে নদী রক্ষায় আলোচনা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারনদী রক্ষায় সচেতনতা বাড়াতে বিশ্ব নদী দিবস উপলক্ষে মৌলভীবাজারে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার মনু নদীর ওয়াকওয়ে প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আসম সালেহ সোহেল, মৌলানা মোফাজ্জল হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, পরিবেশকর্মী হাসান আহমদ রাজা, কবি পুলক কান্তি ধর প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমাদের ঐতিহ্যবাহী নদীগুলো রক্ষায় আরও সচেতনভাবে এগিয়ে আসতে হবে। নদী বাঁচলে আমাদের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তাদের সকল কর্মসূচিতে এখন নদী দূষণের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে রাখা প্রয়োজন। রাজনৈতিকগুলো যদি নদী নিয়ে কথা না বলে তাহলে আমাদের নদীর যে বৈশিষ্ট ও চরিত্র আছে সেগুলো কিন্তু হারিয়ে যাবে। আমরা বলছি অনেক জায়গায় নদী দখল হয়ে হচ্ছে। দূষণ হচ্ছে। নদীর স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]