দেশ বিদেশ
যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করলে রপ্তানি আয় আরও বাড়বে
অর্থনৈতিক রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারযুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে পারলে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশের রপ্তানি আয়ে অতিরিক্ত ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার যুক্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত ‘বাংলাদেশ-ইউএস ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’- সেমিনারে কিনোট প্রেজেন্টেশনে তিনি এ সম্ভাবনার কথা জানান। ড. আব্দুর রাজ্জাক বলেন, আগামী ৫ থেকে ৭ বছর আমরা যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে পারি তাহলে আমাদের রপ্তানি আয়ে অতিরিক্ত আরও ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার যুক্ত হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় হতে পারে ৩ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর জন এফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ট্যারিফ কমিশন কমানো সম্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ শুল্ক দিতে হয়, তা কমানো সম্ভব। তবে তার জন্য শর্তগুলো পালন করতে হবে। জন ফে বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের স্বাস্থ্য, আইটি ও শিক্ষা খাতে বিনিয়োগ করছে। তবে এই বিনিয়োগ করতে গিয়ে বেশকিছু সমস্যা রয়েছে। তা সমাধান করতে হবে।
ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) গবেষণা পরিচালক আব্দুর রাজ্জাক ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]