ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করলে রপ্তানি আয় আরও বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে পারলে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশের রপ্তানি আয়ে অতিরিক্ত ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার যুক্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত ‘বাংলাদেশ-ইউএস ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’- সেমিনারে কিনোট প্রেজেন্টেশনে তিনি এ সম্ভাবনার কথা জানান। ড. আব্দুর রাজ্জাক বলেন, আগামী ৫ থেকে ৭ বছর আমরা যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে পারি তাহলে আমাদের রপ্তানি আয়ে অতিরিক্ত আরও ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার যুক্ত হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় হতে পারে ৩ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর জন এফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ট্যারিফ কমিশন কমানো সম্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ শুল্ক দিতে হয়, তা কমানো সম্ভব। তবে তার জন্য শর্তগুলো পালন করতে হবে। জন ফে বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের স্বাস্থ্য, আইটি ও শিক্ষা খাতে বিনিয়োগ করছে। তবে এই বিনিয়োগ করতে গিয়ে বেশকিছু সমস্যা রয়েছে। তা সমাধান করতে হবে।

বিজ্ঞাপন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসা নীতির কারণে দুই দেশের বাণিজ্যের কোনো প্রভাব পড়বে কি না? এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশেষ অতিথির বক্তব্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, আমরা ২০২৬ সালে এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি। এলডিসিভুক্ত দেশ হলেও যাতে আমাদের আরও ৬ বছর জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস, অথবা জিএসপি সুবিধা দেয়া হয়। আমরা এজন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বাজারে আমরা শুল্কমুক্ত সুবিধা পেয়েছি। যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছি। আমরা আগামী ৬ বছর যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত কোটা সুবিধা চাচ্ছি। পাশাপাশি বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনেও যাতে যুক্তরাষ্ট্র আমাদের ওপর শুল্কমুক্ত সুবিধার বিষয়ে মতামত দেয় সেজন আহ্বান জানাচ্ছি। ইআরএফ’র সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ টেক্সটাইল মিল্‌স এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম এহসান ও শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামস মাহমুদ। 
ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) গবেষণা পরিচালক আব্দুর রাজ্জাক ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status