ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নাম-ঠিকানা বদলে ২৭ বছর পলাতক, অতঃপর...

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

কিশোরগঞ্জের ভৈরবে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াহিদুল্লাহ্‌ (৬৫) কে দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিন্নারবন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়াহিদুল্লাহ্‌ জেলার ভৈরব উপজেলার মৌটুপি গ্রামের মৃত রূপ বাদশার ছেলে। 
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মো. আল-আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে ভৈরবে মৌটুপি এলাকার রসুলপুরের এক ডোবায় অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া যায়। বিষয়টি তখন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। লাশ উদ্ধারের প্রেক্ষিতে ভৈরব থানায় মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই গাঢাকা দেয় ওয়াহিদুল্লাহ্‌। ওয়াহিদুল্লাহ্‌ ঢাকায় বাদাম বিক্রি করতো। তার কথিত বন্ধু নিজামের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাতনামা নারীকে সে তার বাড়িতে এনেছিল বলে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়। পরবর্তীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পলাতক ওয়াহিদুল্লাহ্‌ ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ দেশের নানা এলাকায় পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিন্নারবন্দ এলাকায় গিয়ে নাম, পিতার নাম, ঠিকানা মুছে ফেলে নতুন পরিচয় ধারণ করে। তার নতুন পরিচয় হয় অদুদ মিয়া, পিতা- ইছব আলী, মাতা-আছব বিবি, সাং- বিন্নারবন্দ, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, পেশা- কৃষি। ওই এলাকার ঠিকানা ব্যবহার করে সে জাতীয় পরিচয় পত্র (নং ৯০০৪৩৫১৩৫৪৬০) গ্রহণ করে। পলাতক ওয়াহিদুল্লাহ্‌ তার স্ত্রী-সন্তানসহ নতুন ঠিকানায় বসবাস করতো এবং ওই এলাকায় নিজ নামে জমিও ক্রয় করে। এদিকে ওই হত্যাকাণ্ডের তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিলের পর ২০২২ সালের ৯ই অক্টোবর মামলার রায় ঘোষণা করা হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রায়ে পলাতক ওয়াহিদুল্লাহ্‌কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াহিদুল্লাহ্‌কে ধরতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এস আই নূর মোহাম্মদের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালায়। গত রোববার রাত ১১টার দিকে চালানো অভিযানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিন্নারবন্দ এলাকা থেকে ওয়াহিদুল্লাহ্‌কে গ্রেপ্তার করা হয়। প্রথমে ওয়াহিদুল্লাহ্‌ তার প্রকৃত নাম অস্বীকার করলেও ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ছদ্মবেশের কথা স্বীকার করে। গ্রেপ্তারের পর কিশোরগঞ্জে এনে গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status