কলকাতা কথকতা
মমতাকে ১০ দিনের বিশ্রামের পরামর্শ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৮ অপরাহ্ন

জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার সেরে শিলিগুড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। জরুরি অবতরণ করে সেটি হাসিমারা এয়ারবেসে। নামার সময় কোমড়ে ও পায়ে চোট পেয়েছিলেন মমতা। জুন মাসের বিকেলে দমদমে নেমেই সরাসরি চলে গিয়েছিলেন এসএসকেএমে। চিকিৎসকরা তাকে বিশ্রামের নির্দেশ দিলেও মমতা শোনেননি। আহত পা নিয়েই প্রচার চালান পঞ্চায়েত নির্বাচনের। স্পেন সফরে গিয়ে মমতা ফের পায়ে আঘাত পান। রোববার এসএসকেএম হাসপাতালে তিন ঘণ্টা সময় নিয়ে চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। উডবার্ন ওয়ার্ডের একটি কেবিনে তার এমআরআই পরীক্ষা করা হয়। সব পরীক্ষা শেষে চিকিৎসকরা রায় দেন- মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠোরভাবে ১০দিন বিশ্রাম নিতে হবে।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]