অনলাইন
ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে পিটার হাস
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৭ অপরাহ্ন

নির্বাচনকে বাধা দেয়া বাংলাদেশি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা আরোপ শুরুর ঘোষণা দিলেও সেইসব বাংলাদেশির সংখ্যা প্রকাশ করে নি। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস অবশ্য বলছেন, এক্ষেত্রে সংখ্যা বিষয় নয়, মূল বিষয় হলো কি ম্যাসেজ দেয়া হয়েছে সেটি। নিজের এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল সহকর্মীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পিটার হাস। ভয়ভীতি ছাড়া কাজ করতে পারা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
রবিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’র এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত হাস বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, এটি নিয়ে লুকোছাপা করার কিছু নেই। সেই সাথে গণতন্ত্র ও মানবাধিকার যে বাইডেন প্রশাসনের মূলনীতির কেন্দ্রে তাও স্মরণ করিয়ে দেন তিনি। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের প্রত্যাবাসন সমর্থন করে না, সমালোচকদের এমন দাবিকে অস্বীকার করেন তিনি।