বাংলারজমিন
‘খালেদা জিয়ার কিছু হলে সরকারকে হিসাব দিতে হবে’
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারবিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ করেছে নোয়াখালী জেলা বিএনপি। গতকাল দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গণ্ডায় এ সরকারকে দিতে হবে। এ সময় দেশের স্বার্থে এ সরকারকে পদত্যাগ এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, যে পুলিশ গুলি করে তার কাছে আমরা জবাব চাইবো না, আমরা জবাব চাইবো তার পিছনে কে আছে, তার কাছে। আমরা মৃত্যুর জন্য তৈরি হয়েছি, যে মানুষ মৃত্যুর জন্য তৈরি হয়, সে বোমার থেকেও শক্তিশালী। ৫ই অক্টোবরের রোডমার্চের পর দাবি না মানলে, দাবি মানার জন্য যা করা দরকার, আগামীতে সে কাজ করে আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করবো। নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। নোয়াখালী জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।