ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র, আর গণতন্ত্র মানে বেগম খালেদা জিয়া’

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার

যশোর জেলা বিএনপি’র সমাবেশে দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র, আর গণতন্ত্র মানে বেগম খালেদা জিয়া।’ তার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। তাই গণতন্ত্রের নেত্রীকে বন্দি রেখে কোনোভাবে গণতন্ত্রের মুক্তি সম্ভব না।  গতকাল জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের চেয়ারাপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। দলীয় প্রধানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দলীয় নেতাকর্মী শহরের রাজপথ উত্তাল করেন। সমাবেশ শুরুর আগে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন।

তিনি বলেন, আজ থেকে ১৫ বছর আগে বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজ দেশের সমগ্র জনগণ সেটি উপলদ্ধি করছে। বিএনপির বলা লাগে না, দেশের জনগণ বলছে তাদের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার ফেরত চায়। বিশ্বের সকল গণতান্ত্রিক ও বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং মানবাধিকার সমুন্নত রাখার কথা বলছে। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মারুফুল ইসলাম মারুফ, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মনিরামপুর পৌর বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ প্রমুখ। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status