বাংলারজমিন
এক সেলফিতে শেখ হাসিনার উন্নয়নের বেলুন চুপসে গেছে: এমএ মজিদ
ঝিনাইদহ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ বলেছেন, এক সেলফিতে সরকারের উন্নয়নের বেলুন চুপসে গেছে। এখন আর তাদের মুখে কথা নেই। একের পর এক আমেরিকার নিষেধাজ্ঞায় ফ্যাসিস্ট সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে। গতকাল ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
এমএ মজিদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে পরবর্তী পরিস্থিতির জন্য এই জালেম কতৃত্ববাদী সরকার দায়ী থাকবে। এই সরকার মানুষের সাংবিধানিক অধিকার হরণ করে মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে। মিথ্যাবাদী শেখ হাসিনার ধোঁকাবাজী দেশের জনগণ বুঝতে পেরে আজ লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে।
সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপি’র সহ-সভাপতি এনামুল হক মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু।