বাংলারজমিন
তাড়াইলে যুব মজলিসের কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারকিশোরগঞ্জের তাড়াইলে ইসালামী যুব মজলিসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় হাফেয ক্বারী জাকির হোসাইনকে আহ্বায়ক ও মুফতি হাসান আহমাদকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট উপজেলা শাখার আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন ইসালামী যুব মজলিসের জেলা শাখার আহ্বায়ক মাওলানা অলিউর রহমান। এ উপলক্ষে তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমাদ ও ইসলামী যুব মজলিসের জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা আকরাম খন্দকার।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তফা, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, তাড়াইল উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেয ক্বারী জাকির হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, তালজাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার আবুল কাশেম, দিগদাইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আনোয়ার হোসেন, দামিহা ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মিজানুর রহমান প্রমুখ। ইসালামী যুব মজলিসের নবগঠিত তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা রিফাত আহমাদ, আরিফুল ইসলাম, ইয়াসীন আরাফাত, মো. আল মামুন ভূঁইয়া, সৈয়দ মিয়া, মো. আল আমিন, মো. খালেদ সাইফুল্লাহ্ সোহাগ, মো. মামুন, মো. এমদাদ, আবু বক্কর সিদ্দিক ও মো. রুহুল আমীন।