ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে সিএনজি পাম্পে অগ্নিকাণ্ডে নিহতদের আর্থিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার

সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের আর্থিক সহযোগিতার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ এর  এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, গাজী মো. জাফর সাদেক  কয়েছ গাজী, ফয়েজ উদ্দিন আহমদ, সাজুওয়ান অহমদ, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, আনহার উদ্দিন, হুরায়রা ইফতার হোসেন, সায়েম আহমদ, আলী আফছার মো. ফাহিম, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ অ্যাপোলো, স্যার জন রাসু প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন- ফয়েজ উদ্দিন আহমদ। 

সভার প্রধান আলোচ্য বিষয় অনুযায়ী মেসার্স বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের বিষয়ে আলোচনা করা হয় এবং মেসার্স বিরতি সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আখতার ফারুক লিটন পুরো ঘটনার বর্ণনা দেন। এই স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় উপস্থিত সবাই মর্মাহত ও শোকাহত। এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। গুরুতর আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে আল্লাহ্‌ পাক যেন  দ্রুত সুস্থ্য করে তোলেন এই কামনা করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মের্সাস বিরতি সিএনজি ফিলিং  স্টেশনের অগ্নিকাণ্ডে নিহত ও যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে সিএনজি এসোসিয়েশনের পক্ষ থেকে মানবিক ও আর্থিকভাবে সহযোগিতা করার উপস্থিত সবার মতামতের উপর ভিত্তি করে সিন্ধান্ত গৃহীত হয় যে, সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং এর বেশি যে দিতে চান তা সমিতির অর্থ সম্পাদকের কাছে প্রতি স্টেশনের পক্ষ থেকে জমা দেয়ার অনুরোধ করা হয়। তাই মানবিক ও আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আগামী ৭ই অক্টোবরের মধ্যে নগদ অথবা চেকের মাধ্যমে এসোসিয়েশনের অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ এর কাছে জমা করা এবং উপরোক্ত বিষয়ে একটি চিঠি দিয়ে সকল সিএনজি ফিলিং স্টেশনের মালিকগণকে অবগত করার জন্য সিদ্ধান্ত হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status