ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

‘আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তবে তালিকা আসেনি’

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেছেন, দুই লাখ সদস্যের বাহিনীর কয়জনইবা আমেরিকা যান ও তাদের পরিবারের  সদস্যদের পাঠান। তাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না। ভিসা নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলা হয়েছে। তবে কোন কোন সদস্যের ওপর প্রয়োগ করা হয়েছে সেই তালিকা আমরা পাইনি। গতকাল রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বলেন, ভিসা নীতি নিয়ে আমরা যে নিউজটা দেখেছি সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। তারা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি প্রয়োগ করেছে সেই তালিকা কিন্তু আমরা পাইনি। এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন, আবার অন্য কোনো বাহিনীর সদস্যও থাকতে পারেন। অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্য কোনো বাহিনীর সদস্যও থাকতে পারেন।

বিজ্ঞাপন
যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখের বেশি। এই সদস্যদের মধ্যে কতোজন যুক্তরাষ্ট্রে যেতে চায় সেটা আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের ওপর এই ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না।

ফারুক বলেন, পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, সেই কাজের ওপরও কোনো প্রভাব পড়বে না যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে। পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করছে। পুলিশ আগেও এভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই ভিসা নীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি। অবাধ সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি সম্পর্কে তিনি বলেন, আমরা তো আইনের মধ্যে থেকেই কাজ করি। আগামী নির্বাচনে আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীর লোকজনও থাকবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যে দায়িত্ব পালন করতে আমাদের বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসা নীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

এদিকে, ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার গতকাল মানবজমিনকে বলেন, ভিসা নীতি নিয়ে ডিএমপির কোনো সদস্যই ভাবছেন না। কারণ ডিএমপি নগরবাসীর জানমালের নিরাপত্তা নিয়ে কাজ করে। এর বাইরে কিছু ভাবার সময় নেই। আমরা সবসময় নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার কথা চিন্তা করি। তাই কমিশনার থেকে শুরু করে ডিএমপির একজন কনস্টেবলের ভিসা নীতি নিয়ে কোনো মাথাব্যথা নাই।

পাঠকের মতামত

এই নিতি মালায় নিশ্চ্যই কিছু নেতা মন্ত্রী এমপিরা সহ জেলা ভিত্তিক চিহিৃত কিছু সন্ত্রাসী রয়েছে। গনমাধ্যা কর্মীর কাছে অনুরোধ থাকবে সারাদেশে যেসব সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে সবই অবৈধ এমপির মাধ্যমেই হয়েছে। গনমাধ্যম চাইলে গোপনে সাধারণ জনগনের সাথে যোগাযোগ করে ঐসব এমপিদের তথ্য নিয়ে সত্যতা যাছাই করে আমিরিকার তালিকাভুক্ত হয়েছে কিনা দেখতে পারেন।

শাজিদ
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:২৬ পূর্বাহ্ন

“ভিসা নীতি নিয়ে ডিএমপির কোনো সদস্যই ভাবছেন না। কারণ ডিএমপি নগরবাসীর জানমালের নিরাপত্তা নিয়ে কাজ করে। এর বাইরে কিছু ভাবার সময় নেই। আমরা সবসময় নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার কথা চিন্তা করি। তাই কমিশনার থেকে শুরু করে ডিএমপির একজন কনস্টেবলের ভিসা নীতি নিয়ে কোনো মাথাব্যথা নাই।” কথাগুলো বলেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। উনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। কথা হলো উনারা সবসময় নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার কাজে ব্যস্ত। কি ধরণের সেবা দিয়ে থাকেন এই নগরবাসীকে আমার খুব জানতে ইচ্ছে করে। উনি দলকানা লোকের মত কথা বললেও বিন্দুমাত্র উনার বোধোদয় হচ্ছে না। কি বিচিত্র দেশ আর কি বিচিত্র উনার সেবা!

শওকত আলী
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৩:৫৬ পূর্বাহ্ন

আমি একটু ও ভয় পাচ্ছি না কিন্তু কেন জানি তাও আমার হাটু কাপতেছে

sahin
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:৩৩ অপরাহ্ন

আর কেউ থাকুক না থাকুক, মিন্টু রোডের ভাতের হোটেলের মালিকের নাম নিশ্চয়ই থাকবে তালিকায়।

তপু
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:১১ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status