প্রথম পাতা
রাজধানীতে ডাকাতের হাতে স্বামী খুন স্ত্রী আহত
স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবাররাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতের হাতে খুন হয়েছেন একজন। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী। নিহত ব্যক্তির নাম ইসমাইল খান (৮০)। তার স্ত্রী সালেহা বেগম (৭৫)কে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে যাত্রাবাড়ীর বিবিরবাগিচার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই বাসা থেকে ডাকাতরা স্বর্ণালংকার লুটে নিয়েছে। ডাকাত দল চলে যাওয়ার পর স্বামী-স্ত্রী দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে স্বামীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর স্ত্রীকে চিকিৎসার জন্য সেখানে ভর্তি নেয়া হয়।
তাদের হাসপাতালে নিয়ে আসা সুলতান মিয়া নামের এক ব্যক্তি বলেন, যাত্রাবাড়ীর বিবির বাগিচার ইত্যাদি গলির একটি বাসায় ভোরে ডাকাত সদস্যরা ডাকাতি করার জন্য যায়। এ সময় ইসমাইল হোসেন বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে স্ত্রীও বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আঘাত করে ডাকাত সদস্যরা। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ইসমাইল খানকে চিকিৎসক মৃত ঘোষণা করে আর তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের মেয়ে সালমা বেগম জানান, যাত্রাবাড়ীর পাঁচতলা বাড়িটি তাদের নিজেদের। দোতলায় থাকতেন তার বাবা-মা, আর তিনি নিজে থাকেন রায়েরবাগে। ভোরে একদল ডাকাত গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতরা তার বাবা-মাকে মারধর করে জিম্মি করে রাখে এবং ঘরে লুটপাট চালায়। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ভুক্তভোগীরা বিবিরবাগিচা এলাকার একটি চারতলা বাড়ির দ্বিতীয়তলায় থাকতেন। ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে ইসমাইল খানকে হত্যা করে এবং তার স্ত্রীকে গুরুতর আহত করে।