ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

হাতজোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

হাতজোড় করে ক্ষমা চেয়ে ওমরাহ হজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। আবার যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া  চেয়েছেন তিনি। গতকাল দুপুরে পরিবারের সকল সদস্যদের নিয়ে ওমরাহ হজের উদ্দেশ্যে সৌদি আরবে রওয়ানা হন তিনি। শনিবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে এক ব্রিফিংয়ে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। শামীম ওসমান বলেন, মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমি অনেক সংঘাতে জড়িয়ে পড়ি, যেটা আমাদের উচিত না। গতকাল আমার পুরো পরিবারসহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাবো। আপনারা সবাই দোয়া করবেন। যেন আল্লাহর রাসূলের রওজা মোবারকে যেতে পারি। সেখানে গিয়ে নিজের জন্য যেভাবে দোয়া করবো সেভাবে যেন সকল মুসলিম উম্মা ও আমার এলাকার ভাইবোন যারা আছেন দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করতে পারি।

বিজ্ঞাপন
 তিনি আরও বলেন, আমি একটা মানুষ। ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়। হয়তো যারা অপজিশনে আছেন তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। 

মুসল্লিদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ভুলত্রুটি হতেই পারে। হওয়াটাই স্বাভাবিক। ফিরে আসবো কিনা জানি না। আপনারা দোয়া করবেন। শামীম ওসমান বলেন, মাসদাইর কবরস্থানে আমার মা-বাবা-ভাইয়াসহ পরিবারের সবাই শুয়ে আছেন। আমিও যেন এখানে এসে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন। মানুষ হিসেবে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আপনাদের সকলের ওপর রহমত দেন বরকত হেফাজত করেন। হজ থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমি যখন প্রথম হজে যাই তখন আল্লাহর কাছে চেয়েছিলাম, যেন নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ যৌন পল্লী পুনর্বাসনের মাধ্যমে উঠিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার উছিলায়। আমি এবার আল্লাহর কাছে চাইবো, যেভাবে মাদক চারিদিকে ছড়িয়ে পড়ছে, তা নির্মূলে যেন কাজ করতে পারি। পুলিশের একার পক্ষে এটা দূর করা সম্ভব নয়। আপনারা দোয়া করবেন, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যেন দলমত নির্বিশেষে সমাজের সকল ভালো মানুষদের নিয়ে আমি যেন কাজ করতে পারি।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status