ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

এবার অন্য দলে হৃদয়, নতুন সঙ্গীর আশায় শান্ত

স্পোর্টস রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালের জানুয়ারিতে। প্রাথমিকভাবে ৬ই জানুয়ারি উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা থাকলেও সংসদ নির্বাচের জন্য সেটি কয়েকদিন পিছিয়ে যেতে পারে। তার আগে গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়। গত আসরের মতো এবারও সাতটি দল অংশ নেবে বিপিএলে। তবে ঢাকার ফ্র্যাঞ্চাইজি বদলে গেছে এবারের আসরে। নতুন মালিকানায় ‘দুর্দান্ত ঢাকা’ নামে বিপিএলে অংশ নেবে রাজধানীর দলটি। কয়েকদিন আগে থেকেই সরাসরি চুক্তিতে দল গোছানো শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। গতকাল ড্রাফট থেকে দেশি-বিদেশি মিলিয়ে আরও নতুন বেশ ক’জন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। এতে আসর মাঠে গড়ানোর ৩ মাসের বেশি সময় আগে থেকে দল নিয়ে পরিকল্পনা করতে পারবে তারা। 

ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলী, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, রশিদ খানদের দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফট থেকে দলে টেনেছে বিপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েসকে। ড্রাফট শেষে দল নিয়ে অনুভূতি জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল মাতানো তাওহিদ হৃদয়কে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। 

গত আসরে সর্বাধিক ৫১৬ রান নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সিলেটের নাজমুল হোসেন শান্ত। আসরে তৃতীয় সর্বাধিক ৪০৩ রান করা হৃদয়ের সঙ্গে তার জুটি জমেছিল বেশ। এবার হৃদয় নেই তবে শান্ত আশা করছেন, নতুন সঙ্গী নিশ্চয়ই পেয়ে যাবেন। ড্রাফট শেষে তিনি বলেন, ‘গতবছর আমার আর ওর (হৃদয়) মধ্যে দারুণ বোঝাপড়া ছিল। এবার যারা আছে তাদের মধ্যে কেউ নতুন সঙ্গী হবে আশা করি। দল ভালো হয়েছে, দল হিসেবে খেলতে পারলে এবারও ভালো কিছু সম্ভব। মাশরাফি ভাই এখানে না থাকলেও মোবাইলে যোগাযোগ ছিল।’

আর নাফিসা কামাল বলেন, ‘দলটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। নতুন খেলোয়াড় যাদেরকে নিয়ে দল করেছি যেমন তাওহিদ হৃদয়কে নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমাদের যেটা সংস্কৃতি বিদেশিরা অভিজ্ঞ হয় অনেক পুরনো, অভিজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় আর স্থানীয়রা তরুণ, চ্যালেঞ্জিং, নতুন এবং এক্সাইটিং খেলোয়াড়। ওই কম্বিনেশনটা আমাদের জন্য কাজ করে।’
কুমিল্লার সঙ্গে চুক্তি করে হৃদয় বলেন, ‘ভালো একটি সুযোগ পেয়েছি, চ্যাম্পিয়ন দলে সেটা কাজে লাগাতে চাই। এরকম বড় দলে খেলাটাও ভাগ্যের ব্যাপার আর এখানে পারফর্ম করাও চ্যালেঞ্জিং।’ 

সাকিব আল হাসান গত আসরে অধিনায়কত্ব করেছেন ফরচুন বরিশালে। এবার দলটি ভিড়িয়েছে তামিম ইকবালকে। সাকিব চলে গেছেন রংপুর রাইডার্সে। দল নিয়ে বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি গত আসরে বরিশালে ছিলাম, অল্পের জন্য আমরা ভালো কিছু করতে পারিনি। এবার যেভাবে চেয়েছিলাম প্রায় সেভাবেই দল করতে পেরেছি। দল ব্যালান্স হয়েছে, এখন মাঠে পারফর্ম করতে হবে।’ এর আগে তামিম ইকবালের কণ্ঠেও শোনা গেছে একই সুর। তবে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন মিরাজ ও তামিম দুজনেই। তামিম বললেন এটা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। 

ড্রাফটের আগে এনামুল হক বিজয়কে নিয়ে কাড়াকাড়ি হয়েছে বরিশাল ও খুলনা টাইগার্সের। প্রথমে বরিশাল তাকে রিটেইন দেখালেও পরে খুলনার সঙ্গে চুক্তি করেন বিজয়। গতকাল ড্রাফটে খুলনার টেবিলেও ছিলেন তিনি। এ বিষয়ে বিজয় বলেন, ‘গতবার বরিশালে খেললাম এবার ওদের সঙ্গে কথা হয়নি। প্রাথমিক আলাপের পর বরিশাল জানাবে বললেও আর জানায়নি। পরে আমার সঙ্গে খুলনার কথা হয় এবং কনফার্ম হয়। তবে দুই দলের টানাটানি ভালোই লেগেছে। এই প্রথম আমার বিভাগ খুলনায় খেলছি, এটা আমার জন্য দারুণ ব্যাপার। আফিফকে লক্ষ্য ছিল, সেটা পেয়েছি।’ 

মোট  ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল এবারের ড্রাফটে। সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয় সবাইকে। ‘এ’ ক্যাটাগরিতে ১জন, ‘বি’ ক্যাটাগরিতে ৪ জন, সি’তে ১৮ জন, ডি’তে ৩১জন, ই’তে ৭৭জন, এফ ক্যাটাগরিতে ৩০ জন ও জি’তে ছিলেন ৪৬জন। এর মধ্যে সর্বোচ্চ সি ক্যাটাগরিতে থেকে দল পেয়েছেন ১৬জন। আর এফ ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারের প্রতিই একটি ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ দেখায়নি। 
এদিন ড্রাফটের তালিকায় বিদেশি ক্রিকেটার ছিলেন ৪৪৮ জন ক্রিকেটার।  পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয় তাদেরকে। ক্যাটাগরি এ’তে ১৮, বি’তে ১৬, সি’তে ৬০, ডি’তে ৯৭ ও ই ক্যাটাগরিতে ছিলেন ২৫৫ জন ক্রিকেটার।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status