খেলা
বিপিএলে দল পাননি যারা
স্পোর্টস রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
খেলোয়ার ড্রাফটে গতকাল মোট চারটি রাউন্ডের আট ডাকে নাম ঘোষণা করা হয় দেশি ক্রিকেটারদের। দেশিদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির একমাত্র খেলোয়াড় মুশফিকুর রহীমকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা মূল্যে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তবে এদিন দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা বেশ লম্বা। সাব্বির রহমান, মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুলদের মতো তারকা ক্রিকেটারদের প্রতি গতকাল ড্রাফটে আগ্রহ দেখায়নি কোনো দল। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাব্বির। পুরো আসরে ব্যাট হাতে ছিলেন নিজের ছায়া হয়ে। এমনকি বেশ কয়েক ম্যাচে একাদশ থেকেও বাদ পড়েনে এই হার্ডহিটার ব্যাটার। এরপর ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে রানে ফিরতে পারেননি সাব্বির। এর ফলে বিপিএলের দলগুলো তার উপর থেকে ভরসা হারিয়েছে হয়ত।
মোহাম্মদ আশরাফুল সর্বশেষ বিপিএলে খেলেছিলেন ২০১৯ সালে। ম্যাচ পাতানোর দায়ে নিষেধাজ্ঞা ভোগ করে আসার পর চট্টগ্রাম কিংস তাকে দলে ভেড়ায়।
এছাড়া অবিক্রিত থেকে গেছেন ‘সি’ পেসার সৈয়দ খালেদ আহমেদ, ‘ডি’ ক্যাটাগরির অলক কাপালি, আবু জায়েদ চৌধুরি রাহি ও সাদমান ইসলামের মতো ক্রিকেটাররা।
দল না পাওয়ার তালিকায় আছে ‘ই’ ক্যাটাগরির মুনিম শাহরিয়ারের নামও। বিপিএলের ৮ম আসরে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত খেলা মুনিম জাতীয় দলের হয়ে ইতিমধ্যে খেলেছেন। তবে বিপিএলে ফর্ম আন্তর্জাতিক ক্রিকেটে টেনে নিতে পারেননি। এরপর গত বিপিএলেও খুলনা টাইগার্সের জার্সিতে ছিলেন নিষ্প্রভ।
‘ডি’ ক্যাটাগরিতে থাকা ফরহাদ রেজা, জহুরুল ইসলাম, মুক্তার আলী, রবিউল হক সোহাগ গাজীদের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল। লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন ছিলেন ‘ই; ক্যাটাগরিতে। তিনিও অবিক্রিত থেকে গেছেন। দেশি ক্রিকেটারদের মধ্যে ২৩০ জনকে ড্রাফটে ভাগ করা হয়েছিল ৭টি ক্যাটাগরিতে। যেখানে সবচেয়ে বেশি অবিক্রিত থেকেছে ‘এফ’ ক্যাটাগরিতে। এখানে থাকা ৩০ জন ক্রিকেটারই দল পাননি। আর ‘জি’ গ্রুপে থাকা ৪৬ জনের মধ্যে শুধু দল পেয়েছেন মেহরাব হাসান (দুর্দান্ত ঢাকা) ও প্রান্তিক নওরোজ নাবিল (ফরচুন বরিশাল)।
তবে ড্রাফটে দল না পেলেও বিপিএল খেলার আশা বেঁচে থাকছে অবিক্রিত ক্রিকেটারদের। কারণ, বেশিরভাগ দলই ড্রাফটে সদস্য সংখ্যা পূর্ণ করেনি। ফলে বিপিএল গর্ভনিং কাউন্সিলের মাধ্যমে ড্রাফটে অবিক্রিত ক্রিকেটারদের এখনও দলে নেওয়ার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]