ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

গার্ড মুলারের ৫৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

টানা তিন জয়ে উড়ছিল বায়ার্ন মিউনিখ। তবে জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে হোঁচট খায় বাভারিয়ানরা। ইনজুরি টাইমের গোলে বায়ার লেভারকুসেনের কাছে পয়েন্ট হারায় দলটি। এক ম্যাচ পরই বিধ্বংসী জয়ে কক্ষপথে ফিরলো বায়ার্ন। শনিবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে ভিএফএল বোকামকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিকরা। দলের বড় জয়ে তিন গোল করেন সদ্য বায়ার্নে যোগ দেয়া হ্যারি কেইন। এতে ৫৯ বছরের পুরনো একটি রেকর্ড ভাঙেন ইংলিশ ফরোয়ার্ড। গত ১৯শে আগস্ট ভেরদার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বায়ার্ন মিউনিখের জার্সিতে বুন্দেসলিগায় অভিষেক হয় হ্যারি কেইনের। বায়ার্নের ৪-০ গোলের সেই জয়ের ম্যাচে এক গোল করে অভিষেক রাঙান ইংলিশ ফরোয়ার্ড। অসবুর্গের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল পান কেইন।

বিজ্ঞাপন
১৬ই সেপ্টেম্বর লেভারকুসেনের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের ম্যাচেও একবার লক্ষ্যভেদ করেন সাবেক টটেনহ্যাম অধিনায়ক। সবশেষ বোচামের বিপক্ষে তিন গোল পেলেন কেইন।

 জার্মান বুন্দেসলিগায় ৪ ম্যাচ খেলে এরইমধ্যে ৭ গোল পেলেন ইংলিশ তারকা। এতে বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড ভেঙে বুন্দেসলিগায় নিজের অভিষেকের প্রথম পাঁচ ম্যাচে সর্বাধিক গোল করার নতুন নজির গড়লেন কেইন। ১৯৬৪ সালে বায়ার্নের হয়ে নিজের প্রথম পাঁচ ম্যাচে ৫ গোল করেছিলেন জার্মান গ্রেট গার্ড মুলার। এরপর জার্মানির মিরোস্লাভ ক্লোসা এবং ক্রোয়েশিয়ার মারিও মান্দজুকিচ গার্ড মুলারের রেকর্ড স্পর্শ করলেও কেউ এটি ভাঙতে পারেননি। শনিবার ঘরের মাঠে ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। গোলোৎসবের শুরুটা করেন ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড এরিক মেক্সিম চুপো মোটিং। ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ২৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ডাচ ডিফেন্ডার ডি লিট। ৩৮তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন জার্মান উইঙ্গার লেরয় সানে। ৫৪তম মিনিটে সফল স্পটকিকে স্কোরলাইন ৫-০ করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। ৮১তম মিনিটে ব্যবধান আরো বাড়ান বদলি হিসেবে নামা ফরাসি ফরোয়ার্ড ম্যাথিস টেল। ৮৮তম মিনিটে নিজের তৃতীয় গোলে ৭-০ গোলের জয় নিশ্চিত করেন কেইন। তিন গোল পেলেও জার্মান ফুটবলের আইনে হ্যাটট্রিক হয়নি তার। নিয়মানুযায়ী একটানা তিন গোল না পেলে হ্যাটট্রিক হিসেবে গণ্য হয় না। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে জার্মান বুন্দেসলিগা টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। ৪ পয়েন্ট নিয়ে চতুর্দশ ভিএফএল বোকাম।  

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status