ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

নির্বাচনের সময় বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিনিধির অনুরোধ

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

আসন্ন নির্বাচনের সময় জাতিসংঘের প্রতিনিধিসহ অন্য বিদেশিদের নিরাপত্তায় যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো শঙ্কার কারণ নেই, তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেন সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার। এ সময় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানেই এসব বিষয়সহ বিভিন্ন বিষষ নিয়ে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনের কথা তারা বলেছেন। তারা বলেছেন জাতিসংঘের প্রতিনিধিসহ বিদেশি মানুষ যারা থাকবেন, তাদের যেন নিরাপত্তার কোনো অসুবিধা না হয়। তাদের জানিয়ে দেয়া হয়েছে জাতিসংঘসহ অন্যান্য বন্ধু দেশের যেসব লোক এখানে কাজ করছেন, তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। নিরাপত্তা বাহিনী অবশ্যই তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি এটাও বলা হয়েছে, বাংলাদেশ ভ্রাতৃপ্রতীম দেশ। কাজেই এই ধরনের আশঙ্কা করা তাদের উচিত হবে না।

বিজ্ঞাপন
নিরাপত্তা বাহিনীসহ এ দেশের জনগণ তাদের সুরক্ষা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে এমন কিছু ঘটবে না, যার জন্য তারা আতঙ্কিত হতে পারেন কিংবা তারা অসুবিধায় পড়তে পারেন। আর নির্বাচনের সময় একটি উৎসবের আমেজ আসবে।

এ সময় সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যেহেতু জাতিসংঘের প্রতিনিধি নিরাপত্তার কথা বলেছেন, তাহলে কি তারা সংঘাতের কোনো আশঙ্কার কথা বলেছেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোনো ধরনের আশঙ্কা প্রকাশ করেননি। মূলত জাতিসংঘের কর্মকর্তা, যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তাদের কোনো অসুবিধা হবে কিনা, তারা এটিই জিজ্ঞাসা করেছেন।
 

ভিসা নীতিতে কাকে নিষিদ্ধ করেছে জানি না  

ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাকে কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন ভিসা নীতির একটা বড় তালিকা বিভিন্ন মাধ্যমে এসেছে। এটা কি রিউমার ছড়ানো হচ্ছে, নাকি সত্য। আদৌ সরকারের কাছে এ ধরনের কোনো তালিকা আছে কি না? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতি তারা ডিক্লেয়ার করেছে বলে আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটা শুনেছি সেটাই জানি। এখন পর্যন্ত কাকে কাকে নিষিদ্ধ করেছে আমরা জানি না। তিনি বলেন, তারা যে লিস্টটা দিয়েছে, এটার ভিত্তি কী, সেটিও আমি জানি না। আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিসা নীতি প্রণয়ন করেছে এটা তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবে, কাকে যেতে দেবে না, এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের মন্তব্য নেই এবং বলার কিছু নেই।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status