অনলাইন
বিশ্ব নদী দিবস উপলক্ষে শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:৩১ অপরাহ্ন

বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। নদী একটি জীবন্ত সত্ত্বা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি এবং নোঙর ট্রাস্ট বাংলাদেশ যৌথ উদ্যোগে নদী কেন্দ্রীক এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, পাকিস্তান আমলে বুড়িগঙ্গা নদীর ছবি এঁকে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। আজ বাচ্চাদের নদী নিয়ে ছবি আঁকা দেখে ভীষণ আনন্দ হচ্ছে। আজ নদীর দিকে তাকালে লজ্জা লাগে। নদীমাতৃক বাংলাদেশের নদীতে হাটু পানি। নদীর পানি নোংরা করে ফেলেছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেকেই অবাস্তব মনে করে। কিন্তু আমার কাছে বাস্তব মনে হয়। এই শিশুরা যারা আজ নদীর ছবি আঁকছে তারাই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করবে।
এ সময় শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, বাংলাদেশের ছবি নিয়ে শিল্পী শাহাবুদ্দিন সারাবিশ্বে বাংলাদেশের পতাকা ছড়িয়ে দিয়েছেন। তাকে শিশু একাডেমিতে পাওয়া শিশুদের জন্য এবং একাডেমির জন্য পরম পাওয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোঙর ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস।