ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৩ অপরাহ্ন

mzamin

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সেখানে হয়তো আদালতের একটা অনুমোদনের প্রয়োজন হতে পারে। তবে, সেটা আইনমন্ত্রী ভালো জানেন। সে ক্ষেত্রে আমরা আইনের বাইরে আমাদের মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে না।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন রয়েছে কিনা এমন একটি প্রশ্ন উঠেছে? আর এমন কোনো উদ্যোগ নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন খালেদা জিয়া একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী তার কথা চিন্তা করে দণ্ড স্থগিত করেন। বাসায় থেকে উন্নত চিকিৎসা নেয়ার ব্যবস্থা করেছেন। বাংলাদেশে সবচেয়ে ভালো চিকিৎসক ও উন্নত একটি হাসপাতালে তিনি চিকিৎসাসেবা নিচ্ছেন। কোর্ট থেকে যে একটি সীমা দিয়েছিল সেটা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়িয়ে দিয়েছি।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে এমন কোনো কথা নয়। যেহেতু কোর্টের এখতিয়ারাধীন বিষয়, তাই কোর্টের অনুমোদন ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে কিছু করার নেই। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি করেন।

বিজ্ঞাপন
তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি ব্যাখ্যার জন্য আইন মন্ত্রলণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় যদি মনে করে এটা কোর্টের এখতিয়ার তাহলে তারা সেটি কোর্টে পাঠিয়ে দেবে। তিনি আরও বলেন, এখানে আইনগত জটিলতা রয়েছে। সেখানে হয়তো আদালতের একটা অনুমোদনের প্রয়োজন হতে পারে। তবে, সেটা আইনমন্ত্রী ভালো জানেন। সে ক্ষেত্রে মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে না। এবিষয়ে তারা কোনো আবেদন করেছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। এরকম আবেদন এলে কী হতে পারে সেটা আপনাদের বলার চেষ্টা করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেকবারই তারা আবেদন করেন আমরা যতটুকু মঞ্জুর করতে পারি। সেটুকুই মঞ্জুর করে দিচ্ছি। এরপর করতে হলে আদালতে যেতে হবে। আমরা আদালতের বাইরে যতখানি করতে পারি সেটুকু আমরা করছি। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না।

পাঠকের মতামত

শেখ সেলিমের সময় আইন ছিলো না?? আইন কি কেবল বানানো হইলো?

তারেক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৮:৪১ অপরাহ্ন

Their is no difficulties in the law ,that's need political wills .....

Nannu chowhan
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:৪৩ অপরাহ্ন

It's all your judicial system. You own this catastrophe 100%. You created it and now you solve it!!! You are fully responsible.

Manzur
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

বুঝলাম না। আওয়ামী লীগের সাজা প্রাপ্ত আসামীরা যারা এমপি ও নেতারা ঠিকি বিদেশ গিয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু বেগম খালেদা জিয়ার বেলাই এত কঠিন নিয়ম কোথার থেকে আসে?

Elusive Knight
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:৩৯ পূর্বাহ্ন

এই দিন দিন নয় আরও দিন আছে।

পথিক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:৩৮ পূর্বাহ্ন

Shame Shame Shame !!!!!!

Mollah
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:০৩ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status