ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

নটিংহ্যামকে হারিয়ে অনন্য রেকর্ড ম্যান সিটির

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

mzamin

আগের মৌসুমে ইতিহাস গড়ে ট্রেবল জেতে ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমেও বিধ্বংসী ছন্দে রয়েছে সিটিজেনরা। প্রিমিয়ার লীগে টানা ৬ ম্যাচে জয় পেয়েছে ‘স্কাই ব্লু’রা। সবশেষ শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। এতে একটি কীর্তি গড়ে ম্যান সিটি।
ম্যাচের ৭ম মিনিটে ইংলিশ উইঙ্গার ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ১৪তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দ। ৪৬তম দশ জনের দলে পরিণত হয় ম্যান সিটি। লাল কার্ড দেখে মাঠছাড়া হন দলটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। একজন কম নিয়ে খেলেও ম্যান সিটিকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি নটিংহ্যামফ।
ঘরের মাঠে টানা ২০তম জয় এটি ম্যানচেস্টার সিটির। মাত্র চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে একটানা ন্যূনতম ২০টি হোম ম্যাচে জয় পাওয়ার কীর্তি গড়লো সিটিজেনরা। ১৮৯২ সালে প্রেস্টন নর্থ এন্ড (২১ ম্যাচ) এবং সান্ডারল্যান্ড (২৪ ম্যাচ) এই রেকর্ড গড়ে। সবশেষ ২০১১ সালে টানা ২০ হোম ম্যাচে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
এই হারে লজ্জাজনক কীর্তি হয়েছে নটিংহ্যাম ফরেস্টের। ইংল্যান্ডের ৩৮তম ক্লাব হিসেবে ১০০ হারের অনাকাক্সিক্ষত মাইলফলক স্পর্শ করলো দলটি। ২০২২ সালে প্রথম সারির লীগে উন্নীত হওয়ার পর ২১ ম্যাচের ১৬টিই অ্যাওয়ে ম্যাচে হারলো নটিংহ্যাম। এই সময়ের মধ্যে কোনো দলের পক্ষে সর্বাধিক অ্যাওয়ে ম্যাচ হারের রেকর্ড এটি।
ম্যাচে ম্যানচেস্টার সিটিকে লিড এনে দেয়া ফিল ফোডেনের গোলটিতে অনন্য একটি রেকর্ড হয়। ৪৬টি পাসের মাধ্যমে গোলটি দেয় সিটিজেনরা। ম্যান সিটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাসের গোল এটি। ২০১৪ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে সর্বোচ্চ ৪৮ পাসের গোলটি করেছিল স্কাই ব্লু’রা। 
৬ ম্যাচে ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম হটস্পার। তিনে থাকা লিভারপুলের পয়েন্টও ১৩। একাদশ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৭।    
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status