অনলাইন
শূকরের হার্ট প্রতিস্থাপন করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তিকে বাঁচালেন মার্কিন শল্যবিদরা
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

একটি মৃতপ্রায় ব্যক্তির জীবন রক্ষা করতে তার দেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন মার্কিন চিকিৎসকরা। বিশ্বের দ্বিতীয় মানবের দেহে পরীক্ষামূলকভাবে এই হার্ট ট্রান্সপ্লান্ট করে সাফল্যের মুখ দেখলেন তারা। অস্ত্রোপচারের দুই দিন পর, সেই ব্যক্তি একটি চেয়ারে বসে কথা বলতে সক্ষম হয়েছিলেন বলে জানাচ্ছেন মেরিল্যান্ডের চিকিৎসকরা। মেরিল্যান্ড মেডিসিন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের মতে, ৫৮ বছর বয়সী নৌবাহিনীর প্রবীণ সদস্য লরেন্স ফসেট হৃদযন্ত্র বিকল হয়ে প্রায় নিশ্চিত মৃত্যুর মুখে পৌঁছে যান। তবে অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে তিনি একটি সাধারণ হার্ট ট্রান্সপ্লান্টের মাধ্যমে যেতে সক্ষম হননি।
মেরিল্যান্ডের ফ্রেডেরিকের বাসিন্দা ফসেট জানাচ্ছেন, ''এই অবস্থা থেকে আমি যে ফিরে আসবো সত্যিই আশা করিনি। এবার থেকে প্রতিটি শ্বাসের জন্য আমি লড়াই করব। ''
যদিও পরবর্তী কয়েক সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ডাক্তাররা ফসেটের দেহে শূকরের হৃদপিণ্ডের প্রাথমিক প্রতিক্রিয়া দেখে রোমাঞ্চিত হয়েছেন।ট্রান্সপ্লান্ট সার্জারির প্রধান ডাঃ বার্টলি গ্রিফিথ বলেছেন, " আমি শুধু ভাবছি আমি এমন একজনের সাথে কথা বলছি যার হৃদপিণ্ডটি শূকরের ? তবে অপারেশনটি বেশ চ্যালেঞ্জের ছিলো।"
গত বছর, মেরিল্যান্ড চিকিৎসকদের একই দল প্রথমবারের মতো জেনেটিকালি পরিবর্তিত শূকরের হার্ট প্রতিস্থাপন করেছিলেন একজন মৃত্যুপথযাত্রী রোগীর দেহে। ডেভিড বেনেট নামের ওই ব্যক্তি মাত্র দুই মাস বেঁচে ছিলেন। ফসেট, যিনি আগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ ল্যাব টেকনিশিয়ান হিসাবে কাজ করেছিলেন, অস্ত্রোপচারে যাওয়ার আগে প্রক্রিয়াটির সাথে জড়িত ঝুঁকিগুলি বুঝতে পেরেছিলেন।
তার স্ত্রী অ্যান জানাচ্ছেন, আমরা আশার আলো দেখতে পাচ্ছিলাম না। হাসপাতাল জানিয়েছে, অস্ত্রোপচারের পর ফসেটের নতুন হৃদপিণ্ডটি কোনও সহায়ক যন্ত্রপাতি ছাড়াই ভালভাবে কাজ করছে। মেরিল্যান্ড দলের জেনোট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ ডক্টর মুহাম্মদ মহিউদ্দিন বলছেন, 'একজন মানুষের মধ্যে শূকরের হৃদপিণ্ড কাজ করতে দেখে আশ্চর্যজনক অনুভূতি হচ্ছে।আমরা এখনই কিছু ভবিষ্যদ্বাণী করতে চাই না। প্রতিটি দিন একটি বিজয় হিসাবে দেখতে চাই। ''
সূত্র : wionews