অনলাইন
আজ বিশ্ব নদী দিবস
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:৩৮ অপরাহ্ন
বিশ্ব নদী দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার'। সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর ও সংস্থার উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া, জাতীয় নদী কমিশনের উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নদ-নদী : সংজ্ঞা ও সংখ্যা' এক শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিভিন্ন জেলায় এবং ‘রিভারাইন পিপল' রংপুর ও পাবনায় নানা কর্মসূচি গ্রহণ করেছে।