ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

কানাডায় পড়তে যাওয়া তিন লাখ ১৯ হাজার ভারতীয় ছাত্রছাত্রীর কী হবে?

বিশেষ সংবাদদাতা, কলকাতা থেকে
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার

ভারত এবং কানাডার সম্পর্ক, মুখে যে যাই বলুন, একদম যে তলানিতে এসে ঠেকেছে তা বলে  দেয়ার অপেক্ষা রাখে না। কানাডায় এই মুহূর্তে ভারতীয় প্রায় তিন লাখ ১৯ হাজার ছাত্রছাত্রী আছেন। তাদের ভবিষ্যৎ ভেবে উদ্বিগ্ন অভিভাবকরা। তিন লাখ ১৯ হাজারের মধ্যে শতকরা প্রায়  ৮৯ শতাংশ উচ্চশিক্ষা লাভের জন্য কানাডায় গেছেন। এখনো যদিও এ শিক্ষার্থীরা গুরুতর কোনো সমস্যায় পড়েনি। কিন্তু, পরিস্থিতি   যেদিকে যাচ্ছে তাতে পড়তে কতোক্ষণ? সেই কারণেই উদ্বিগ্ন অভিভাবকরা। ভারতীয় শিক্ষার্থীরা ২০২১-২০২২ সালে কানাডার শিক্ষা ভাণ্ডারকে ৪৯০ কোটি ডলার দিয়েছে। এই টাকা ওয়াইপড আউট হয়ে  গেলে কানাডার শিক্ষা ব্যবস্থায় একটা বড় সংকট দেখা দিতে পারে।

তাই, অনেকের অনুমান ভারত-কানাডার সম্পর্ক যাই হোক, শিক্ষা ব্যবস্থায় তার আঁচ পড়বে না। ভারত-কানাডার সম্পর্কের শৈত্যের জন্য আর একটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তা হলো বাণিজ্যিক ক্ষেত্র। ভারত কানাডায় রপ্তানি করে ওষুধ, ফার্মা পণ্য, পোশাক, জৈব রাসায়নিক, লোহা, ইস্পাত, গহনা, পাথর ও সফটওয়্যার। কানাডা থেকে ভারত আমদানি করে ডাল, লোহার স্ক্র্যাপ, খনিজ পদার্থ, নিউজপ্রিন্ট, কাঠের শয্যাবস্তু শিল্প উৎপাদনের সামগ্রী। ২০২২-২০২৩ সালে ভারত রপ্তানি করেছে ৪.৯০ বিলিয়ন ডলারের পণ্য। কানাডা ভারতে রপ্তানি করেছে ৪.০৫ বিলিয়ন ডলারের পণ্য। ভারতের ৩০টি কোম্পানি ৪০ হাজার ৪৪৬ কোটি রুপির বাণিজ্য করে। আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা,  পে টি এম, জোমাটো, নাইকিয়া, ডেলাই ভারি, উইপ্রা, ইনফোসিস-এর বিনিয়োগ আছে কানাডায় প্রচুর। সংকট তাই বাণিজ্য ক্ষেত্রেও।

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status