খেলা
নেইমারের বিশ্বাসঘাতকায় মুখ খুললেন ব্রুনা বিয়ানকার্দি
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবারসন্তানসম্ভবা গার্লফ্রেন্ডকে রেখে দুই তরুণীর সঙ্গে পার্টিতে মত্ত নেইমারের একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন নেইমারের সন্তানসম্ভবা গার্লফ্রেন্ড ব্রুনা বিয়ানকার্দি। ২৯ বছর বয়সী ব্রুনা তার ইন্সটাগ্রাম স্টোরিতে বলেন, ‘আমি জানি কী ঘটেছে। আমি হতাশ কিন্তু এখন আমার সম্পূর্ণ চিন্তা আমার অনাগত মেয়েকে নিয়ে। এই মুহূর্তে আমি শুধুমাত্র আমার সন্তানকে নিয়েই ভাবছি।’
যদিও নেইমারের বিশ্বাসভঙ্গের এমন ঘটনা এটিই প্রথম নয়। গত জুনে ব্রুনার গর্ভধারণের খবর সামনে আসার কিছু দিন পরেই ইন্সটাগ্রামে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায় নেইমারকে। ২১০ মিলিয়ন ফলোয়ারের মালিক নেইমার লেখেন, ‘আমি ভুল ছিলাম। আমি দেখেছি তুমি কিভাবে এতসব সহ্য করেছো। মাঠে এবং মাঠের বাইরে আমি প্রতিদিনই ভুল ছিলাম। আমার বাসায় বসে আমি শুধু নিজের সমস্যাই মিটিয়েছি। শুধুমাত্র পরিবার এবং বন্ধুদের সময় দিয়েছি। এতসব কিছু আমার সন্তানের মা, যে কিনা আমার জীবনের সবচাইতে মূল্যবান মানুষ তার ওপর প্রভাব ফেলছে। যাকে আমি সবসময় আমার পাশে দেখতে চেয়েছি।’
গতবছরের জানুয়ারিতে নেইমার এবং ব্রুনার সম্পর্কের কথা সামনে আসলেও ধারণা করা হয় ২০২১ থেকে একসঙ্গে আছেন দুজন। পরের বছরের আগস্টে তাদের ছাড়াছাড়ির পর গত বছরের এপ্রিলে আগমনী সন্তানের খবর দিয়ে আবারো একসঙ্গে হন এই দম্পতি।