প্রবাস
সরকার বিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে - এসএম জিলানী
মোঃ এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৯:২৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার কমিটি গঠন করার লক্ষ্যে রাজধানীর মালের ফুড ব্যাংক রেস্টুরেন্টে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন,বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
কর্মী সমাবেশের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহিন, আসলাম ফকিরি লিটন, মোহাম্মদ সেলিম হোসেন।
কর্মী সমাবেশ অনুষ্ঠানে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোস্তাফিজুর রহমান জিহানের তত্ত্বাবধানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করছি।আগামী দিনের আন্দোলন সংগ্রামের সবাই ঐক্যবদ্ধভাবে সকলের সহ সহ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান।
সংগঠনকে গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব বাছাই করছি। মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের একটি শক্তিশালী কমিটি গঠন করা আমাদের মূল লক্ষ্য।
বক্তারা আরো বলেন, আমাদের গণতন্ত্র,ভোটের অধিকার রক্ষা করার পাশাপাশি আমাদের গনতন্ত্রের মা বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের মাঠিতে ফিরিয়ে আনতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি'র সহ-সভাপতি, মোঃ আলতাব হোসেন, মোঃ শাহ আলম, মোহাম্মদ কামাল হোসেন, মো: রহিম মিয়া, সি: যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন মজুমদার, মোঃ মাহমুদুল হাসান কালাম, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান সাহাজী, সহপ্রচার মোঃ হালিম, মোহাম্মদ করিম রানা পিয়াস ইসলাম, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া, যুবদলের নেতা আব্দুল মান্নান, খাইরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত আহ্বায়ক মোঃ মাসুম মুন্না, যুগ্ম আহবায়ক৷ মো: হারুন, মোঃ মাহফুজুর রহমান, আদম আলী, মো: খায়রুল, ফয়সাল আমিন, সদস্য সচিব নূরনবী মানিক প্রমূখ।