খেলা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজের ৭ ভেন্যু চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার২০২৪ সালে প্রথমবারের মতো যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ভেন্যুগুলো হচ্ছে অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। ২০২৪ সালে সবেচেয়ে বেশি ২০টি দল অংশ নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডকে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ম্যাচের জন্য। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইচ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য সাতটি ক্যারিবিয়ান ভেন্যুর নাম ঘোষণা করছি। সবগুলো ভেন্যুই জনপ্রিয়। ওয়েস্ট ইন্ডিজে এটা তৃতীয় সিনিয়র আইসিসি ইভেন্ট, এই বিশ্বকাপের ম্যাচগুলো সমর্থকদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট উপভোগের অন্য রকম অভিজ্ঞতা দেবে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের নকআউট ম্যাচগুলো কোথায় হবে সেটা জানায়নি আইসিসি। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের সুপার এইট ও ফাইনাল আয়োজনে এগিয়ে বার্বাডোজ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কিংবা বার্বাডোজের কেনিংটন ওভাল আয়োজন করতে পারে ফাইনাল ম্যাচ।
এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়বারের মতো ছেলেদের বিশ্বকাপ আয়োজন করছে । ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল তারা আয়োজন করেছিল তারা।
ইতিমধ্যে আগামী বিশ্বকাপের অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে ১৫টি দল চূড়ান্ত হয়েছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]