খেলা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজের ৭ ভেন্যু চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার২০২৪ সালে প্রথমবারের মতো যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ভেন্যুগুলো হচ্ছে অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। ২০২৪ সালে সবেচেয়ে বেশি ২০টি দল অংশ নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডকে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ম্যাচের জন্য। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইচ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য সাতটি ক্যারিবিয়ান ভেন্যুর নাম ঘোষণা করছি। সবগুলো ভেন্যুই জনপ্রিয়। ওয়েস্ট ইন্ডিজে এটা তৃতীয় সিনিয়র আইসিসি ইভেন্ট, এই বিশ্বকাপের ম্যাচগুলো সমর্থকদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট উপভোগের অন্য রকম অভিজ্ঞতা দেবে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের নকআউট ম্যাচগুলো কোথায় হবে সেটা জানায়নি আইসিসি। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের সুপার এইট ও ফাইনাল আয়োজনে এগিয়ে বার্বাডোজ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কিংবা বার্বাডোজের কেনিংটন ওভাল আয়োজন করতে পারে ফাইনাল ম্যাচ।
এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়বারের মতো ছেলেদের বিশ্বকাপ আয়োজন করছে । ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল তারা আয়োজন করেছিল তারা।
ইতিমধ্যে আগামী বিশ্বকাপের অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে ১৫টি দল চূড়ান্ত হয়েছে। দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, সর্বশেষ আসরের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ ও আফগানিস্তান, ইউরোপীয় বাছাইয়ের সেরা স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এবং পূর্ব এশিয়া-প্রশান্ত অঞ্চলের বাছাইয়ের বিজয়ী পাপুয়া নিউগিনি আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে আসবে দুটি করে দল। এছাড়া বাকি দল আসবে আমেরিকা থেকে।